মুম্বাইয়ের সামনে বড় লক্ষ্য পাঞ্জাবের
টস হেরে পাঞ্জাব কিংসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জনায় মুম্বাই ইন্ডিয়ানস। তাদের এই সিদ্ধান্ত যে ভুল ছিল সেটা প্রমাণ হলো ম্যাচে। মুম্বাই বোলারদের পিটিয়ে পাঞ্জাব গড়েছে বড় সংগ্রহ। নির্ধারিত ওভারে পাঞ্জাব ১৯৮ রান গড়ে।
ওপেনার ময়ঙ্ক আগরওয়াল ও শিখর ধাওয়ান দারুণ দুটি ইনিংস খেলে দলের বড় সংগ্রহের ভিত গড়ে দেন। প্রথম ছয় ওভারে তারা ৬৫ রান তোলে। অধিনায়ক ময়ঙ্ক ৩২ বলে ৫২ রানের একটি ঝলমলে ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছয়টি চার ও দুটি ছক্কার মার রয়েছে।
ধাওয়ান ছিলেন আরও দুর্দান্ত, ৫০ বলে ৭০ রানের ঝড়ো ইনিংস খেলেন। পাঁচটি চার ও তিনটি ছক্কা দিয়ে ইনিংসটাকে সাজান তিনি। ইংলিশ তারকা জনি বেয়ারস্ট্রো ১২ রান করে সাঝঘরে ফেরেন। তবে জীতেশ শর্মা ১৫ বলে ৩০ এবং ৬ বলে ১৫ রান করেন শাহরুখ খান।
মুম্বাইয়ের হয়ে বুমরাহ ২৮ রান খরচায় এক উইকেট পান। বাসিল থাম্পি দুই উইকেট পান ৪৭ রান দিয়ে।