মুশফিককে বিসিবির কারণ দর্শানোর নোটিশ
পাকিস্তানের বিপক্ষে স্কোয়াড ঘোষণার সময় নির্বাচকরা জানিয়েছিলেন, টি-টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হয়েছে অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে। কিন্তু দল ঘোষণার পর সংবাদমাধ্যমে মুশফিক দাবি করেছেন, বিশ্রাম নয় বাদই দেওয়া হয়েছে তাঁকে।
এ ছাড়াও গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নির্বাচকদের কাছ থেকে স্পষ্ট বার্তা চেয়েছিলেন মুশফিক। অভিজ্ঞ এই ক্রিকেটারের এসব মন্তব্যের কারণে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির নির্ভরযোগ্য এক সূত্রে জানা গেছে এই তথ্য।
দল ঘোষণার সময় মুশফিকের ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছিলেন, ‘আমাদের পরপর চারটি টেস্ট আছে। পাকিস্তান সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু। তার পরপরই নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজ আছে। মুশফিক আমাদের অন্যতম সেরা ও গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আমরা চাচ্ছি মুশফিক যেন সেরাটা দিতে পারে। এ জন্য টি-টোয়েন্টি সিরিজে ওকে বিশ্রাম দেওয়া হয়।’
এরপর এক সাক্ষাৎকারে মুশফিক দাবি করেন, ‘একজন ক্রিকেটার হিসেবে উত্থান-পতন থাকবেই ক্যারিয়ারে। আর এটাই তো প্রথমবার নয়। হ্যাঁ, অনেক দিন পর বাদ পড়লাম। আমার কাছে নরম্যালই মনে হয়েছে। বিশ্বকাপে আমার কাছে যে প্রত্যাশা ছিল, সত্যি বলতে সে অনুযায়ী খেলতে পারিনি। এই কারণেই যদি বাদ দিয়ে থাকে, ক্রিকেটার হিসেবে আমি ভালোভাবেই নিচ্ছি।‘
এরপর মুশফিক বলেন, ‘এখনও আমি ওই পর্যায়ে যাইনি যে, বিশ্রাম নেওয়ার জন্য কাউকে বলতে হবে। তবে যেহেতু হতাশাজনক বিশ্বকাপ ছিল, শুধু আমার নিজের জন্য নয়, দল হিসেবেও, সেদিক থেকে মুখিয়ে ছিলাম যে, এই তিনটি টি-টোয়েন্টিতে সুযোগ পেলে চেষ্টা করতাম ভুল শুধরে নেওয়ার, ভালো করার। বিশ্বকাপের আগে ঘরের মাঠে বাংলাদেশ যে দুটি সিরিজ জিতেছে, সেই মোমেন্টাম যেন আবার ফিরিয়ে আনতে পারি। দুর্ভাগ্যজনকভাবে সেটি হয়নি।’