মুশফিককে সেরা উইকেটকিপার মানেন সোহান
নিউজিল্যান্ড সিরিজে সবাইকে অবাক করে উইকেটকিপিং না করার সিদ্ধান্ত নেন মুশফিকুর রহিম। শুধু তাই নয়, টি-টোয়েন্টিতে আর কিপিং করতে চান না বলেও জানিয়ে দেন তিনি। তাই নুরুল হাসান সোহানকে ফোকাসে রাখছেন বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো। তবে এই তরুণ ক্রিকেটার এখনো মুশফিকের কাছ থেকে সমর্থন পান, তাঁকে বিশ্বের অন্যতম সেরা উইকেটকিপার মনে করেন।
আজ বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সোহান বলেন, ‘মুশফিক ভাই শুধু বাংলাদেশে নয়, বিশ্বের অন্যতম সেরা উইকেটকিপার। তাঁর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। সব সময়ই তাঁর কাছ থেকে সমর্থন পাই আমি।’
নিউজিল্যান্ড সিরিজ সিরিজ শুরুর আগে কিপিং নিয়ে বেশ আলোচনা হয়। পরে ম্যাচের আগের দিন অধিনায়ক মাহমুদউল্লাহ জানান, মুশফিক-সোহান দুজনই এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে নিয়েছেন, দুজনই খুশি। কিন্তু শেষ পর্যন্ত কিপিংয়ে আর দেখা যায়নি মুশফিককে। কিউইদের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে গ্লাভস হাতে নেননি মুশফিক। পুরো সিরিজে কিপারের ভূমিকায় ছিলেন সোহান।
এর আগে টেস্ট ক্রিকেট থেকে উইকেটকিপিং ছেড়ে দেন মুশফিক। সদ্য সমাপ্ত সিরিজে টি-টোয়েন্টি থেকেও কিপিং ছেড়ে দেন মুশফিক।
৯১ টি-টোয়েন্টি ক্যারিয়ারে মুশফিক কিপিং করেছেন ৮২ ম্যাচে। এর মধ্যে ডিসমিসাল (ফিল্ডারের করা থ্রো থেকে) করেছেন ৬৬টি। ক্যাচ ধরেছেন ৩২টি। স্ট্যাম্পিং করেছেন ২৯টি।