মুশফিকদের বিপদ বাড়িয়ে কুমিল্লার দাপুটে জয়
গত ম্যাচে হেরে বিপিএলের প্লে-অফে যাওয়ার সমীকরণ আগেই কঠিন করে ফেলেছিল খুলনা টাইগার্স। এবার কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে হেরে খাঁদের কিনারায় গিয়ে ঠেকেছে মুশফিকের রহিমের দল। খুলনা টাইগার্সের বিপদ বাড়িয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরো শক্ত করেছে ইমরুল কায়েসের দল।
আজ শুক্রবার বিপিএলে দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে ৬৫ রানে হেরেছে খুলনা টাইগার্স। এই হারে শেষ চারে যাওয়ার সমীকরণ খুব কঠিন হয়ে পড়েছে মুশফিকদের সামনে। তাঁদের আর মাত্র একটি ম্যাচ বাকি আছে। প্লে-অফে যেতে হলে ওই ম্যাচে জয়ের পাশাপাশি মিনিস্টার গ্রুপ ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জয়-পরাজয়ের দিকেও তাকিয়ে থাকতে হবে মুশফিকদের।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ কুমিল্লার দেওয়া ১৮৯ রান তাড়া করতে নেমে ব্যাটিংয়ে চরম হতাশ করে খুলনা টাইগার্স। ইনিংসের দ্বিতীয় ওভারেই খুলনার জোড়া উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান। ওভারের প্রথম বলে বিদায় করেন রনি তালুকদারকে। রানের খাতা খোলার আগেই বিদায় নেন রনি তালুকদার। পরের বলে তুলে নেন আন্দ্রে ফ্লেচারের (১৬) উইকেট।
মুস্তাফিজের পর খুলনাকে জোড়া ধাক্কা দেন মঈন আলী। তিনি তুলে নেন ইয়াসির আলী ও সৌম্য সরকারের উইকেট। প্রতিরোধ গড়তে পারেননি মুশফিকুর রহিমও। অধিনায়ককে রানের খাতাও খুলতে দেননি আবু হায়দার। গুরুত্বপূর্ণ ব্যাটারদের হারানোর পর কুমিল্লার দেওয়া টার্গেটের কাছাকাছিও যেতে পারেনি খুলনার টাইগার্স। নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই ১২৩ রানে থেমে যায় খুলনা।
এর আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে স্কোরবোর্ডে ১৮৮ রান তোলে কুমিল্লা ভিক্টোরিয়ানস। আগে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার লিটন দাস ও মাহমুদুল হাসানের ব্যাটে উড়ন্ত সূচনা করে কুমিল্লা। মাহমুদুল হাসানকে নিয়ে ওপেনিং জুটিতে লিটন তোলেন ৪৩ রান। মাহমুদুলকে ১১ রানে ফিরিয়ে এই জুটি ভাঙেন নাবিল।
মাহমুদুলের কিছুক্ষণ পর ফেরেন লিটন দাস। তবে উইকেটে থেকে মাত্র ১৭ বল খেলেও ৪১ রানের দারুণ ইনিংস উপহার দেন ডানহাতি এই ওপেনার। তাঁর ইনিংসে ছিল চার বাউন্ডারি ও তিনটি ছক্কা।
ওপেনিং জুটির পর মিডল অর্ডারে আরেকটি চমৎকার জুটি পায় কুমিল্লা। চতুর্থ উইকেটে ফাফ দু প্লেসির সঙ্গে শক্ত জুটি বাধেন মঈন আলী। এই দুজনে মিলে স্কোরবোর্ডে যোগ করেন ৮৩ রান।
ক্রিজে এসে কিছুটা মন্থর শুরু করেন দু প্লেসি। কিন্তু আরেক প্রান্তে থাকা মঈন আলী উইকেটে এসেই ঝড় তোলেন। মাত্র ২৩ বলে ছক্কা মেরে তুলে নেন ব্যক্তিগত হাফসেঞ্চুরি। ব্যক্তিগত পঞ্চাশ ছোঁয়ার পর আগ্রাসী ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ৭৫ রানের ইনিংস উপহার দেন ইংলিশ তারকা। মাত্র ৩৫ বলে তাঁর ইনিংসে ছিল ৯ টি ছক্কা ও একটি বাউন্ডারি। তাঁর সঙ্গে দু প্লেসি করেন ৩৮ রান। এই দুই বিদেশি তারকার ব্যাটেই বড় পুঁজি পেয়ে যায় কুমিল্লা।
সংক্ষিপ্ত স্কোর
কুমিল্লা ভিক্টোরিয়ানস : ২০ ওভারে ১৮৮/৬ ( লিটন ৪১, মাহমুদুল ১১, ইমরুল ৫, দু প্লেসি ৩৮, মঈন ৭৫, সুনিল ০, মাহিদুল ১২,আবু হায়দার ১; খালেদ ৪-০-৩৭-১, নাবিল ৪-০-২৪-১, রুহেল ৩-০-২৫-০, পেরেরা ৩-০-২৮-২, সৌম্য ২-০-৩১-১, মেহেদী ৪-০-৪০-১)।
খুলনা টাইগার্স : ১৯.৩ ওভারে ১২৩/১০ (ফ্লেচার ১৬, রনি ০, সৌম্য ২২, ইয়াসির ১৮, মুশফিক ০, সিকান্দার ৮, মেহেদী ১১, পেরেরা ২৬ , রুহেল ০, খালেদ ৮, নাবিল ২ ; মুস্তাফিজ ২-০-১৬-২, মঈন ৪-০-২০-২, আবু হায়দার ৪-১-১৯-৩, নারাইন ৪-০-১৫-০, নাহিদুল ৪-০-২৮-২, তানভীর ১-০-১৫-০)।
ফল : ৬৫ রানে জয়ী কুমিল্লা ভিক্টোরিয়ানস।