মুশফিকদের বড় লক্ষ্য দিতে পারল না সাকিবের বরিশাল
চলমান বিপিএলের অন্যতম তারকাবহুল দল ফরচুন বরিশাল। কিন্তু তিন ম্যাচ খেলে দুটিতেই হেরে দেওয়ালে পিঠ ঠেকে গেছে সাকিবদের। ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে আজ নিজেদের চতুর্থ ম্যাচে খুলনার বিপক্ষে দলে কয়েকটি বদল এনেছে তারা। তারপরও স্কোরবোর্ডে বড় পুঁজি গড়তে পারেনি বরিশাল। ক্রিস গেইলের ব্যাটে চড়ে কোনোমতে মুশফিকের খুলনাকে ১৪২ রানের লক্ষ্য দিয়েছে সাকিব আল হাসানের দল।
বিপিএলের ১১তম ম্যাচে আজ শনিবার টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪১ রান করে ফরচুন বরিশাল। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেছেন ক্যারিবীয় তারকা ক্রিস গেইল।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ভালো শুরুর আভাস দেয় ফরচুন বরিশাল। তবে তৃতীয় ওভারে জ্যাক লিনটটকে ফিরিয়ে সেই ছন্দ ভাঙেন শরিফুল্লাহ। ৬ বলে ১১ করে ফেরেন জ্যাক। এরপর ওয়ানডাউনে নামা জিয়াউর রহমানকে থামান কামরুল রাব্বি।
তবে আজ ওপেনিংয়ে নামা গেইল টিকে ছিলেন ১০ ওভার পর্যন্ত। এই সময়ে ছয় বাউন্ডারি ও দুই ছক্কা হাঁকান গেইল। ১১তম ওভারের দ্বিতীয় বলে বাউন্ডারি হাঁকাতে গিয়েই সৌম্য সরকারের হাতে ক্যাচ তুলে দেন বরিশালের এই বিদেশি তারকা।
গেইল ফিরলে তৌহিদকে সঙ্গে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়েন নাজমুল শান্ত। ২৩ রানে ভাঙে তৌহিদের প্রতিরোধ। আজ খুলনার বিপক্ষে শুরুর দিকে ব্যাটিংয়ে নামেননি সাকিব আল হাসান। সাত নম্বরে ব্যাট করতে নেমে ব্যর্থ হন তিনি। ছয় বল মোকাবিলা করে মাত্র ৯ রান করেন বরিশালের অধিনায়ক। ব্যাটারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত মোটামুটি ১৪১ রানের পুঁজি পায় বরিশাল।
খুলনার হয়ে বল হাতে সমান দুটি করে উইকেট নিয়েছেন থিসারা পেরেরা, কামরুল রাব্বি ও ফরহাদ রেজা। একটি করে উইকেট নেন শরিফুল্লা, মেহেদী, ও প্রসন্ন।
সংক্ষিপ্ত স্কোর
ফরচুন বরিশাল : ২০ ওভারে ১৪১/৯ (জ্যাক ১১, গেইল ৪৫, জিয়াউর ১০, নুরুল ৮, নাজমুল ১৯, তৌহিদ ২৩, সাকিব ৯, ইরফান শুক্কুর ২, মুজিব ৭, রানা ১; কামরুল ৩-০-৩০-২, মেহেদী ৪-০-১৮-১, পেরেরা ৪-০-১৮-২, প্রসন্ন ৪-০-২৮-১, ফরহাদ ২-০-১৮-২)।