মুশফিকুর রহিম কি রিভার্স সুইপ ছেড়ে দেবেন?
গত এপ্রিলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ফিফটি পেয়েছিলেন মুশফিকুর রহিম। আট ইনিংস পর এই সাফল্য পান তিনি। এর আগে ম্যাঝখানে একবার ৪৮ রানের ইনিংস খেলিছেন তিনি। দীর্ঘ দিন ফর্মের বাইরে থাকা এই ক্রিকেটার এখন আলোচনায় রিভার্স সুইপ খেলা নিয়ে।
রিভার্স সুইপ খেলতে গিয়ে মুশফিক অনেক ভালো ইনিংস লম্বা করতে পারেননি। দলও অনেক সময় বিপাকে পড়েছে। তার এই শট খেলা নিয়ে হচ্ছে ব্যাপক সমালোচনা।
এ ব্যাপারে বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো বলেন, ‘মুশফিক একজন দুর্দান্ত রিভার্স সুইপার, যিনি আগে অনেক রান পেয়েছেন। তবে আপনি কখন শটটি খেলবেন, এটা গুরুত্বপূর্ণ।’
কোচ নাজমুল আবেদীন ফাহিম ইএসপিএনক্রিকইনফোকে বলেন, ‘কখনো কখনো একজন ব্যাটার তার স্বাভাবিক খেলা থেকে, মৌলিক বিষয় থেকে দূরে চলে যায়, তখন এটি তার ফর্মকে প্রভাবিত করে। তাঁর সুবিধা হলো ১৫ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা। একবার সে তার টেকনিক্যাল সমস্যা কাটিয়ে উঠতে পারলেই রান করা শুরু করবে। সে জানে কিভাবে রান করতে হয়। যখন সে ফর্ম ফিরে পাবে, সে সবসময়ের মতো সাবলীল থাকবে।’
সাম্প্রতিক বছরগুলোতে এই শট খেলে বিভিন্ন ফরম্যাটে সমস্যায় পড়েছেন মুশফিক। রিভার্স সুইপ খেলার চেষ্টা করে তিনি ১০৭টি প্রচেষ্টায় ৩৮টিটি চার মেরেছেন। নয়বার আউট হয়েছেন।
২০২১ সালের ফেব্রুয়ারি থেকে মুশফিক ১৮ বার শট নেওয়ার চেষ্টা করেছেন, তার মধ্যে তিনি মাত্র দুটি চারটি মেরেছেন। এর আগে তিনি যখন রিভার্স সুইপ মারছিলেন তখন ৪০ শতাংশ চার মেরেছিলেন। গত ১৮ মাসে এটি শতাংশে নেমে এসেছে।