মুশফিকের কাছে এই সেঞ্চুরিটা বিশেষ কিছু
ম্যাচের শুরুটা গতকাল যেভাবে করেছিল বাংলাদেশ তাতে জয়ের আশা অনেকেই ছেড়ে দিয়েছিল। ইনিংসের শুরুতেই একে একে সাজঘরের পথে হেঁটেছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাসরা।
এমন ব্যাটিং বিপর্যয়ের মুখ থেকে দলকে উদ্ধার করে মুশফিকুর রহিম। তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। শেষ পর্যন্ত দলও জেতে ১০৩ রানের বিশাল ব্যবধানে। আর দল জেতায় সেঞ্চুরিটা মুশফিকের কাছে বিশেষ কিছু।
এ ছাড়াও বিশেষ হওয়ার আরেকটি কারণ আছে। এর আগে দ্বিপক্ষীয় সিরিজে কখনোই লঙ্কানদের বিপক্ষে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। এবার সেই আক্ষেপ শেষ হলো।
গতকাল মঙ্গলবার ম্যাচ শেষে মুশফিক বলেন, ‘প্রতিটি সেঞ্চুরিই আমার কাছে স্পেশাল, যদি বাংলাদেশ দল জেতে। সেদিক থেকে এই সেঞ্চুরি অবশ্যই স্পেশাল। এটা আরও বড় স্পেশাল, কারণ আমরা শ্রীলঙ্কার বিপক্ষে আগে কখনও সিরিজ জিতিনি। এটার কারণে জিততে পেরেছি। এটা অবশ্যই সামনের দিনে আমাকে আরও ভালো করার প্রেরণা দেবে।’
অভিজ্ঞ এই ব্যাটসম্যান আরো বলেন, ‘শতরান একটি মাইলফলক, ব্যক্তিগত ব্যাপার বলতে পারেন। দল জিতল কিনা, এটা সবচেয়ে বড় ব্যাপার। শতরান করলেও আমরা এই ম্যাচ জিততে নাও পারতাম। আমার প্রথম লক্ষ্য ছিল আমরা যেন ৫০ ওভার ব্যাট করতে পারি, যত রানই হোক সেটা নিয়ে লড়াই যেন করতে পারি।’
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের এটি নবম দ্বিপক্ষীয় সিরিজ। নয়টি সিরিজে কেবল ২০১৩ ও ২০১৭ সালে দুটি সিরিজ ড্র করে বাংলাদেশ। বাকি সবগুলোতে জিতেছে লঙ্কানরা। দ্বিপক্ষীয় সিরিজ ছাড়াও বিভিন্ন টুর্নামেন্টে ২৮ বার লঙ্কানদের মুখোমুখি হয়ে টানা একাধিকবার শ্রীলঙ্কাকে হারাতে পারেনি বাংলাদেশ।
এবার সেই আক্ষেপ পূরণ করার সুযোগ এলো বাংলাদেশের সামনে। সেই সুযোগ ভালোভাবেই কাজে লাগাতে পেরেছে লাল-সবুজের দল। তারুণ্য নির্ভর লঙ্কানদের হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিল তামিম ইকবালের দল।