মুশফিকের খুলনাকে বড় চ্যালেঞ্জ দিতে পারল না চট্টগ্রাম
সাগরিকার ব্যাটিং উইকেটে হতাশ করেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যাটাররা। শুরুতেই উইকেট হারিয়ে ধাক্কা খায় মেহেদী হাসান মিরাজের দল। সেখান থেকে আফিফের ব্যাটে কিছুটা প্রতিরোধ গড়লেও বড় সংগ্রহ গড়তে পারেনি চট্টগ্রাম। দুর্দান্ত বোলিংয়ে দেড়শর মধ্যে চট্টগ্রামকে থামিয়ে দিয়েছে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স। নিজেদের দ্বিতীয় জয় তুলে নিতে খুলনা টাইগার্সের প্রয়োজন ১৪৪ রান।
আজ শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৩ রান তুলেছে চট্টগ্রাম। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন আফিফ হোসেন। শেষ দিকে ১৯ বলে ২৫ রানের একটি ইনিংস খেলেন নাঈম ইসলাম।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় চট্টগ্রাম। দলীয় ৩ রানের মাথায় হারিয়ে ফেলে ওপেনার কেনার লুইসকে (১)। সেই ধাক্কা কাটিয়ে সাব্বির রহমানকে নিয়ে স্কোরবোর্ডে ৬০ রান তোলেন উইল জ্যাকস। নবম ওভারে জ্যাকসকে বোল্ড করে ওই জুটি ভাঙেন থিসারা পেরেরা। ২৩ বলে ২৮ করে বিদায় নেন জ্যাকস।
জ্যাকসের পর সাব্বিরকেও টিকতে দেয়নি চট্টগ্রাম। মাত্র ৪ রানে তিনি সাজঘরে ফেরেন। এরপর প্রতিরোধ গড়েন আফিফ হোসেন। কিন্তু তিনি এক প্রান্ত আগলে রাখলেও আরেক প্রান্তে আশা-যাওয়ার মিছিলে ছিলেন মেহেদী মিরাজ, বেনি হাওয়েল, শামীম হোসেনরা।
তবে স্রোতের বিপরীতে ছিলেন আফিফ। উইকেটে টিকে থেকে ৪৪ রান করেন তিনি। ৩৭ ওভারে তাঁর ইনিংসে ছিল তিন বাউন্ডারি ও দুই ছক্কা। আফিফ ফিরলে রানের গতি কমতে থাকে চট্টগ্রামের। এরপর নাঈমের শেষ দিকের ব্যাটিংয়ে ১৪৩ রানে থামে মেহেদী হাসান মিরাজের দল।
খুলনা টাইগার্সের হয়ে ১৮ রান দিয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন থিসারা পেরেরা। সমান একটি করে নিয়েছেন ফরহাদ রেজা, প্রসন্ন, মেহেদী ও নাবিল সামাদ।
সংক্ষিপ্ত স্কোর
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : ২০ ওভারে ১৪৩/৮ (লুইস ১, জ্যাকস ২৮, আফিফ ৪৪, সাব্বির ৪, মিরাজ ৬, বেনি হাওয়েল ৫, শামীম ২, রেজাউর ৭, শরিফুল ১২, নাঈম ২৫ ; পেরেরা ৪-০-১৮-৩, মেহেদী ৪-০-২৭-১, সামাদ ২-০-১৪-১, ফরহাদ ৩-০-১৬-১, কামরুল ৪-০-৪১-১)।