মুশফিক এখন সবার ওপরে
সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না মুশফিকুর রহিমের। বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েন তিনি। সিরিজের প্রথম টেস্ট খেলতে নেমে তিনি বুঝিয়ে দিয়েছেন এখনো ফুরিয়ে যাননি। আজ শুক্রবার চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে মুশফিক খেলেছেন অসাধারণ একটি ইনিংস। ৮২ রানে অপরাজিত আছেন তিনি।
আর এই ইনিংস খেলে মুশফিক দারুণ একটি কীর্তি গড়েন। এখন ঘরের মাঠে টেস্টে সবচেয়ে বেশি রান মুশফিকের। নিজেদের মাটিতে তামিমের করা ২ হাজার ৬২০ রান টপকে গেছেন। দেশের মাঠে মুশফিকের বর্তমান সংগ্রহ ২ হাজার ৬৬৪ রান। আর সব মিলিয়ে মোট রান ৪ হাজার ৭৭৮ রান। তিনি খেলেছেন ৭৬টি টেস্ট। ঘরের মাঠে টেস্টে রান সংগ্রহে তালিকায় তিনে আছেন সাকিব আল হাসান। বাঁহাতি এই ব্যাটার করেছেন ২ হাজার ৫৪৫ রান।
মুশফিকের এই সাফল্যের দিনে দারুণ উজ্জ্বলতা ছড়িয়েছেন লিটন দাস। পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি হাঁকালেন ডানহাতি এই ব্যাটার। এর আগে গত জুলাইতে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ৯৫ রানে আউট হয়ে ফিরতে হয়েছিল তাঁকে। কিন্তু এবার আর ভুল করলেন না।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আগে ব্যাট করে প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৫৩ রান করে বাংলাদেশ। দিন শেষে ২২৫ বলে ১১৩ রানে অপরাজিত আছেন লিটন দাস। আর ১৯০ বলে ৮২ রানে অপরাজিত মুশফিক।