মুশফিক-তামিমদের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট প্রধান নির্বাচক
অনুশীলন শেষে আজ শনিবার থেকে প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন শ্রীলঙ্কা সফরে থাকা বাংলাদেশ দলের ক্রিকেটারেরা। কাটুনায়াকের চিলাও মারিয়ানস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে ম্যাচটির প্রথমদিন প্রত্যাশামতো ব্যাটিং করেছেন তামিমরা। রান পেয়েছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্তরা।
ক্রিটোরদের ব্যাটিং দেখে সন্তুষ্ট দলের সঙ্গে থাকা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। প্রথম দিনের প্রস্তুতি শেষে এমনটাই জানালেন তিনি।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এখন শ্রীলঙ্কায় বাংলাদেশ দল। সফরে গিয়ে তিনদিন রুম কোয়ারেন্টিনে থাকতে অনুশীলন শুরু করেছে ক্রিকেটারেরা। এরপর আজ থেকে মাঠে গড়িয়েছে প্রস্তুতি ম্যাচ। এই সময়ে সেখানকার কন্ডিশনের সঙ্গে নিজেদের বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছেন বলে মনে করেন নান্নু।
বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় মিনহাজুল আবেদীন বলেন, ‘দুইদিনের ম্যাচের প্রথমদিন আমরা শেষ করছি আজ। আমার মনে হয়, খেলোয়াড়েরা যথেষ্ট অভ্যস্ত হয়েছে কন্ডিশন ও উইকেটের সঙ্গে। যথেষ্ট ভালো অনুশীলন হয়েছে।’
আজ লাল ও সবুজ দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। চা বিরতির আগ পর্যন্ত আগে ব্যাট করতে নামা লাল দলের একটি উইকেটও ফেলতে পারেনি মুমিনুল হকের নেতৃত্বে থাকা সবুজ দল।
খেলোয়াড়দের ব্যাটিং নিয়ে প্রশংসা করে নির্বাচক বলেন, ‘আমাদের টপ অর্ডাররা ভালো ব্যাটিং করেছে। বোলাররা যথেষ্ট চেষ্টা করেছে লাইন লেংথ ও ভালো জায়গায় বল করার। সবমিলিয়ে আমি বলব এটা ( প্রস্তুতি ম্যাচ) খুব ভালো প্রস্তুতিতে সহায়তা করছে, আগামীকাল আরও একদিনের খেলা আছে। আমি মনে করি, এরপর আমরা টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুতি নিতে পারব। উইকেটের যে কন্ডিশন ছিল প্রথম ঘণ্টায় ব্যাটিং করা কঠিন ছিল। আমাদের ওপেনার তামিম, সাইফরা অসাধারণ ব্যাটিং করেছে। শান্ত, মুশফিক ভালো ব্যাটিং করেছে। বোলাররাও মনে-প্রাণে চেষ্টা করেছে অভ্যস্ত হওয়ার জন্য। আমার বিশ্বাস এই প্রস্তুতি ম্যাচ থেকে আমরা যথেষ্ট ভালো কিছু ফল পেয়েছি।’