মুস্তাফিজদের ব্যর্থতায় সৌরভকে কটাক্ষ রবি শাস্ত্রীর
আইপিএলের এবারের আসরে দিল্লি ক্যাপিটালসের হারের ধারা অব্যাহত। পরপর পাঁচটা ম্যাচ হেরে পয়েন্ট তালিকায় তলানিতে অবস্থান দিল্লির। তারকা খচিত দল ও কোচিং স্টাফ নিয়েও সাফল্য পাচ্ছে না দলটি। কোচিং স্টাফে একাধিক সফল নাম থাকলেও সাফল্য না আসায় পাচ্ছে নিন্দাও।
গতকাল রোববার (১৬ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, দিল্লির ডাগআউটে রয়েছেন অন্যতম সফল দুই অধিনায়ক। রিকি পন্টিং ও সৌরভ গাঙ্গুলি। দলের ব্যর্থতার জন্য এবার এই দুই তারকাকে তুলোধুনো করলেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী।
শাস্ত্রী বলেন, ‘পরপর চারটে ম্যাচ হারের পর দিল্লি ক্যাপিটালসের পক্ষে এখন কামব্যাক করা খুব কঠিন। ওদের ডাগআউটে এমন কিছু কিছু মানুষ রয়েছেন যারা হারতে অভ্যস্ত নন। রিকি পন্টিং যাদের মধ্যে অন্যতম একজন। ডেভিড ওয়ার্নারও রয়েছেন।’
দিল্লির মেন্টর হিসেবে ২০১৯ সালে কাজ করেছেন গাঙ্গুলি। এরপর বিসিসিআইয়ের দায়িত্ব নেওয়ায় তিনি সরে যান। ২০২২ সালে তিনি বিসিসিআইয়ের প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ান। এরপর আবার তিনি দিল্লির দায়িত্ব নেন।
মুস্তাফিজদের পঞ্চম হারের দিনে ধারাভাষ্যের সময়টাকেই সৌরভকে খোঁচানোর জন্য বেছে নেন শাস্ত্রী, ‘লড়াই করে হারা এক জিনিস, প্রতিপক্ষের কাছে পাত্তা না পাওয়া আরেক জিনিস। সাবেক বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলির দলের হারগুলো ঠিক হার নয়, এগুলো রীতিমতো হাতুড়িপেটা। তার উচিত ডাগআউট ছেড়ে ওপরতলায় চলে আসা। অবশ্যই এটা নিয়ে তার ভাবা উচিত।’
এদিকে গুঞ্জন রয়েছে, বর্তমানে দিল্লির কোচিং স্টাফের তালিকায় রয়েছেন মোট সাতজন। ক্রিকেট ইতিহাসের ওজনদার নাম সব। কিন্তু পরপর দুটো মৌসুমে দলের খারাপ পারফরম্যান্সের পর কোচিং স্টাফদের বদল করতে চাইছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি। পাঞ্জাবের বিরুদ্ধে বাঁচা-মরার ম্যাচের আগেই নাকি সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে দিল্লি। হেড কোচ রিকি পন্টিংয়ের চাকরিও নাকি বিপন্ন! দিল্লির কোচিং স্টাফদের মধ্যে রয়েছেন ক্রিকেট ডিরেক্টর সৌরভ গাঙ্গুলি, হেড কোচ রিকি পন্টিং, জেমস হোপস, অজিত আগারকর, প্রবীণ আমরে এবং বিজু জর্জ। এতবড় কোচিং স্টাফ সত্ত্বেও এখনও দিল্লির ঝুলিতে জয় অধরা।