মুস্তাফিজের এক ওভারে ম্যাচ বদলে গেল, বললেন দিল্লির অধিনায়ক
দিল্লির হয়ে নিজের প্রথম ম্যাচে দারুণ খেলেছিলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। সেদিন দিল্লি না জিতলেও মুস্তাফিজের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। এরপর আরও তিনটি ম্যাচ খেলেছেন তিনি। কিন্তু, পরের ম্যাচগুলোতে বল হাতে মিতব্যয়ী হলেও কোনো উইকেট নিতে পারেননি। সব পরিসংখ্যান বদলে দিয়েছেন গতকালের ম্যাচে। গতকাল শনিবার রাতে তাঁর খরুচে বোলিংয়েই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে যায় দিল্লি ক্যাপিটালস।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম তিন ওভার খুব একটা খারাপ যায়নি মুস্তাফিজের। পাওয়ার প্লেতে ২ ওভারে রান দেন ১৫। ষোড়শ ওভারে ফিরে দেন মাত্র ৫ রান। তবে, শেষ ওভারটা ছিল দুঃস্বপ্নের মতো।
শেষ এক ওভারেই মুস্তাফিজ দেন ২৮ রান। ওই ওভারে মোট দুই ছক্কা ও চারটি বাউন্ডারি হাঁকিয়ে মুস্তাফিজকে তুলাধুনা করেন দিনেশ কার্তিক। প্রথম তিন ওভারে ২০ রান দেওয়া মুস্তাফিজ এক ওভারেই দেন ২৮ রান। তাতেই মূলত পাল্টে যায় ম্যাচের ভাগ্য। পরে ম্যাচ জিতে নেয় বেঙ্গালুরু।
ম্যাচ শেষে দিল্লির অধিনায়ক ঋষভ পন্থও জানালেন, ওই এক ওভারেই বদলে গিয়েছিল ম্যাচ। পন্থ বলেন, ‘মুস্তাফিজের ওই ওভার ম্যাচ বদলে দিয়েছে। আমার ধারণা, আরেকটু পরিকল্পনা অনুযায়ী বল করতে পারতাম আমরা। কিন্তু, শেষ দিকে দীনেশ কার্তিক আমাদের চাপে ফেলে দিয়েছিলেন। এর আগেও বলেছি, আমাদের ভুল থেকে শিক্ষা নিতে হবে।’
এবারের আসরে নিজের প্রথম ম্যাচে ৪ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট নেন মুস্তাফিজ। পরের দুই ম্যাচে উইকেট না পেলেও ৪ ওভারে রান দেন স্রেফ ২৬ ও ২১। এবার দিয়েছেন ৪ ওভারে ৪৮ রান।