মুস্তাফিজের প্রতি তামিমের পরামর্শ
সীমিত ওভারে বাংলাদেশ দলের বোলিং বিভাগের প্রাণ মুস্তাফিজুর রহমান। অভিষেকের পর থেকেই দলের নিয়মিত মুখ তিনি। অভিজ্ঞতা আছে আইপিএলের মতো বড় টুর্নামেন্ট খেলার। কিন্তু বল হাতে মুস্তাফিজ যতটা আগ্রাসী কথায় ততটাই চুপচাপ। মিডিয়া থেকে শুরু করে সতীর্থদের মাঝেও চুপচাপ স্বভাবের কাটার মাস্টার। অনেকটা অন্তর্মুখী বলা চলে।
বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল মনে করেন, এই খোলস ছেড়ে বের হওয়া উচিত মুস্তাফিজের। মূলত বোলিং বিভাগকে নেতৃত্ব দিতে মুস্তাফিজের উচিত এই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা।
এই মুহূর্তে নিউজিল্যান্ডে আছে বাংলাদেশ দল। আগামী শনিবার ভোর থেকে শুরু হবে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের লড়াই। সিরিজের একদিন আগে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মুস্তাফিজের দায়িত্ব নিয়ে কথা বললেন তামিম।
কিছু পরামর্শ দিয়ে তামিম বলেন, ‘মুস্তাফিজ একটু চুপচাপ থাকে। এ জায়গা থেকে ও যত তাড়াতাড়ি বের হয়ে আসতে পারবে, ও যত বেশি ভোকাল হবে ততটাই ভালো। মিডিয়াতে হওয়ার দরকার নেই, বাইরে হওয়ার দরকার নেই কিন্তু টিমে যেন বেশি ভোকাল হতে পারে, সবার সঙ্গে কথা বলতে পারে বেশি বেশি। আমার মনে হয় না এর চাইতে ভালো কিছু আর হতে পারে।’
তামিম আরো যোগ করেন, ‘দলে ওর অবস্থানটা এখন এমন যে, যদি একজন পেসার নিতে হয় তাহলে তাকেই নিতে হবে। সে যত তাড়াতাড়ি এ জিনিসগুলো (ভোকাল হওয়া) করবে এটা আমাদের জন্য তত ভালো। বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অভিজ্ঞতা আছে, নিয়মিত জাতীয় দলে খেলছে। তার সামর্থ্যের মধ্যে যতটুক সম্ভব সে যেন অন্য বোলারদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ারের চেষ্টা করে।’