মুহিতের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রী ও বিসিবি সভাপতির শোক
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমপি।
গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুহিত। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, ‘সাবেক সফল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ছিলেন একাধারে একজন প্রখ্যাত অর্থনীতিবিদ, বরেণ্য রাজনীতিবিদ, কূটনীতিক, লেখক ও ভাষাসৈনিক। স্বাধীনতা পদকপ্রাপ্ত এই বর্ষীয়ান রাজনীতিবিদ দেশের অর্থনীতিতে অনবদ্য অবদান রেখে গেছেন। তাঁর এ অনন্য অবদান বাঙালি জাতি যুগ যুগ ধরে স্মরণ করবে। বহুমাত্রিক প্রতিভায় সমৃদ্ধ আবুল মাল আবদুল মুহিতের মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।’
বাংলাদেশের ক্রিকেটে আবুল মাল আবদুল মুহিতের সহযোগিতার কথা স্মরণ করে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ‘২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ, ২০১৪ সালে টি-টোয়েন্টি এবং ২০১৬ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজনে দেশের অর্থমন্ত্রী হিসেবে বিসিবি তার সার্বিক সহযোগিতা পেয়েছে। এসব মেগা ইভেন্ট আয়োজনে অনেক চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে তিনি সহযোগিতা করেছেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণে তাঁর সহায়তা স্মরণীয় হয়ে থাকবে।’
২০০৮ সালের জাতীয় নির্বাচনে জয় লাভের পর আওয়ামী লীগ সরকার গঠন করলে অর্থমন্ত্রীর দায়িত্ব পান মুহিত। এরপর টানা ১০ বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।