মৃত্যুর সঙ্গে লড়ছেন কিংবদন্তি পেলে
ফুটবলের কিংবদন্তি পেলে। সর্বকালের সেরা এই ফুটবলার কত ডিফেন্ডারকে পাশ কাটিয়ে গোল করেছেন, তার হিসেব নেই। কিন্তু, জীবনের খেলায় পেরে উঠছেন না। হাসপাতালে যুদ্ধ করছেন মৃত্যুর সঙ্গে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যান্সারে আক্রান্ত পেলে সাড়া দিচ্ছেন না কেমোথেরাপিতেও। তাঁকে রাখা হয়েছে প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে।
একজন রোগীকে তখনই প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে রাখা হয়, যখন সব আশা শেষ হয়ে যায়। অর্থাৎ, রোগীর শরীরে বাসা বাঁধা অসুখ নিরাময়ের অযোগ্য হয়ে পড়ে।
৮২ বছর বয়সী পেলে বহু বছর ধরে লড়াই করছেন ক্যান্সারের সঙ্গে। প্রতিমাসেই তাকে আসতে হয় হাসপাতালে। গত মঙ্গলবার তাকে ভর্তি করানো হয় হাসপাতালে। পরবর্তীতে ইন্সটাগ্রামে পেলে জানান, তিনি ভালো আছেন।
পেলের সুস্থতা কামনায় কাতারের একটি ভবনে তাঁর প্রতিচ্ছবি দিয়ে লেখা হয়, দ্রুত সেরে উঠুন পেলে। সেটি আবার ফেসবুকেও পোস্ট করেন তিনি। তবে, আজ আবার অবস্থার দ্রুত অবনতি ঘটলে ডাক্তাররা কেমোথেরাপি দেন। এতেও কাজ হচ্ছে না।