মেজাজ হারিয়ে ড্রেসিংরুমের দরজায় লাথি মারলেন মাহমুদউল্লাহ
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে মিরপুর শেরেবাংলায় আজ নবাগত রূপগঞ্জ টাইগার্সের মুখোমুখি হয় মোহামেডান স্পোর্টিং ক্লাব। ম্যাচটিতে ব্যাটিংয়ে নেমে বেশ ভুগেছে মাহমুদউল্লাহর মোহামেডান। এক পর্যায়ে উইকেট নিয়ে মাঠকর্মীদের ওপর বিরক্ত হয়ে মেজাজ হারান তিনি। নিজেকে নিয়ন্ত্রণ করতে না মেরে ড্রেসিংরুমের দরজায় লাথি মেরে বসেন মোহামেডানের অধিনায়ক।
আজ শনিবার রূপগঞ্জের বোলার এনামুল হক জুনিয়রের ৫ উইকেট পাওয়ার দিনে এলোমেলো হয়ে যায় মোহামেডানের ব্যাটিং। মাত্র ১৪৩ রানেই থেমে যায় মোহামেডান। সবচেয়ে বড় কথা উইকেটে রান তুলতে বেশ ভুগতে হয় তাদের।
বিপদের মুখে দলের হাল ধরেন মাহমুদউল্লাহ। ৫২ বলে ২ চার ও ২ ছক্কায় ৪৮ রান করেন তিনি। এনামুলের বলেই আউট হন এই অলরাউন্ডার।
ইনিংসের ৩৭তম ওভারে এনামুল হক জুনিয়ের বল অনেকটা নিচু হয়ে আসে। তাতেই ফাঁদে পড়েন মাহমুদউল্লাহ। আউট হয়ে যাওয়ার সময় মাঠকর্মীদের ওপর মেজাজ হারাতে দেখা যায় মাহমুদউল্লাহকে। মাঠ ছাড়ার সময় তিনি মাঠকর্মীদের কিছু বলতে থাকেন। এরপর মেজাজ হারিয়ে ড্রেসিংরুমের দরজায় সজোরে ধাক্কা দিয়ে প্রবেশ করেন মোহামেডানের অধিনায়ক।
এই হতাশা হয়তো মূলত শেরেবাংলার অসমান বাউন্সের উইকেট নিয়ে। কারণ উইকেট মন্থর হওয়া প্রথম থেকেই ব্যাটিংয়ে ভুগছিল ব্যাটাররা। যার সুযোগ লুফে নিয়ে মোহামেডানকে অল্পতেই থামিয়ে দেয় রূপগঞ্জ।