মেজাজ হারিয়ে ম্যাচ শেষে রেফারির কক্ষে ছুটলেন পিএসজির কর্তা
চ্যাম্পিয়নস লিগ নিয়ে পিএসজির স্বপ্ন অনেক দিনের। এজন্যই দলের পেছনে কাঁড়ি কাঁড়ি অর্থ ঢালছেন পিএসজি’র চেয়ারম্যান আল নাসের আল-খেলাইফি। দলে ভিড়িয়েছেন লিওনেল মেসিদের মতো তারকাদের। কিন্তু, কিছুতেই কিছু হলো না। এবারও চ্যাম্পিয়নস লিগ থেকে শূন্য হাতে ফিরতে হলো প্যারিসের ক্লাবটিকে।
এমন ব্যর্থতায় হতাশা কাজ করাটাই স্বাভাবিক। এর মধ্যেই আলোচনায় রিয়াল তারকা করিম বেনজেমার করা প্রথম গোলটি। গোলটি নিয়ে পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো ও ক্রীড়া পরিচালক লিওনার্দোও অভিযোগ করেছেন। ক্ষোভ দেখা গেল পিএসজি চেয়ারম্যান আল নাসের আল-খেলাইফির মধ্যেও। ম্যাচ শেষে নাকি রেফারির রুমে ছুটে গেলেন আল-খেলাইফি।
সম্প্রচারক সংস্থা মুভিস্টারের সাংবাদিক মনিকা মারশান্তের সূত্রের বরাত দিয়ে স্প্যানিশ ক্রীড়াদৈনিক মার্কা জানিয়েছে, গতকাল বুধবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ শেষ হতে না হতেই ভিআইপি বক্স থেকে সিঁড়ি দিয়ে নেমে রেফারিদের কক্ষে যান আল-খেলাইফি। সে সময় বেশ রাগের ভঙ্গিতে দেখা যায় তাঁকে।
এমন কী রেফারির কক্ষ ভেবে রিয়াল মাদ্রিদেরই প্রতিনিধি মেহিয়া দাভিলার কক্ষে ঢুকে পড়েন পিএসজির চেয়ারম্যান। সেখান থেকে অনেক কষ্ট করে নাকি ফিরিয়ে আনা হয় আল-খেলাইফিকে।
গতকাল বুধবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগে ৩-১ ব্যবধানে জিতেছে রিয়াল মাদ্রিদ। এর আগে প্রথম লেগে নিজেদের মাঠে ১-০ ব্যবধানে জিতেছিল পিএসজি। দুই লেগ মিলিয়ে ৩-২ অগ্রগামিতায় চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠল কার্লো আনচেলত্তির দল।
অবশ্য প্রথমার্ধটা ছিল পিএসজির পক্ষেই। প্রথম লেগে গোল করা এমবাপ্পে দ্বিতীয় লেগেও পিএসজিকে লিড এনে দেন। ৩৯তম মিনিটে নেইমারের বাড়ানো বল ধরে দ্রুত ছুটে গিয়ে বল ধরে ডি-বক্সে ঢুকে ঠান্ডা মাথায় পিএসজিকে এগিয়ে নেন এমবাপ্পে।
কিন্তু, বিরতির পর পুরো চিত্রটাই বদলে দিলেন বেনজেমা। ম্যাচের ৬১তম মিনিটে নিজেদের বড় ভুলে প্রথম গোল হজম করে পিএসজি। অনেক দূর থেকে গোলরক্ষককে অহেতুক ব্যাকপাস দিলেন মার্কো ভেরাত্তি। সতীর্থকে পাস বাড়াতে এক মুহূর্ত দেরি করে ফেললেন দোন্নারুম্মা। চাপ ধরে রাখতে না পেরে ভিনিসিউসের পায়ে বল তুলে দিলেন পিএসজি গোল রক্ষক। তাঁর থেকে বল নিয়ে ফাঁকা জালে বল পাঠান বেনজেমা। এরপর করেন আরো দুটি গোল।
তবে, সমস্যা তৈরি হয় প্রথম গোল নিয়ে। পিএসজির দাবি, তাদের গোলকিপার দোন্নারুম্মার কাছ থেকে বল কেড়ে নেওয়ার চেষ্টায় তাঁকে ফাউল করেছেন রিয়াল স্ট্রাইকার বেনজেমা। পিএসজি বলছে, সেখানে গোল না দিয়ে পিএসজির পক্ষে ফ্রি-কিক দেওয়া উচিত ছিল।