মেসিদের নতুন কোচ গালতিয়ে
এবারের মৌসুমেও চ্যাম্পিয়নস লিগ ছোঁয়ার স্বপ্ন পূরণ হলো না পিএসজির। তাই আরেক দফায় কোচিং প্যানেলে পরিবর্তন এনেছে দলটি। এই মৌসুম শেষে বিদায় করে দিয়েছেন কোচ মাওরিসিও পচেত্তিনোকে।
পচেত্তিনোর সঙ্গে চুক্তি বাতিল করার কিছুক্ষণ পরই লিওনেল মেসিদের নতুন কোচ হিসেবে ক্রিস্তফ গালতিয়েকে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে ফরাসি ক্লাবটি।
নিসের সাবেক কোচ গালতিয়ের সঙ্গে ২০২৪ সালের জুন পর্যন্ত চুক্তি করেছে পিএসচি। ক্লাবটির পক্ষ থেকে এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করা হয়।
কোচ হিসেবে গালতিয়ে তত নাম করা নন। খেলোয়াড়ি জীবনেও তারকা নন। তবে এবার প্যারিসে পা রেখে নিজেকে নতুনভাবে চিনতে পারবেন তিনি।
নতুন দায়িত্ব নিয়ে গালতিয়ে বিবৃতিতে বলেছেন, ‘পিএসজিতে যোগ দিতে পেরে আমি আনন্দিত। আমার প্রতি আস্থা রাখার জন্য চেয়ারম্যান নাসের আল-খেলাইফি, (ফুটবল উপদেষ্টা) লুইস কাম্পোস এবং ক্লাবকে ধন্যবাদ জানাতে চাই। অসাধারণ এই দলের কোচের দায়িত্ব সম্পর্কে আমি পুরোপুরি বুঝতে পারছি। ইউরোপের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক ও অসাধারণ দলগুলির একটি তারা।’