মেসিদের সঙ্গে বিচ্ছেদ হচ্ছে পচেত্তিনোর?
চ্যাম্পিয়নস লিগের শিরোপা ছোঁয়ার জন্যই কাঁড়ি কাঁড়ি অর্থ ঢেলেছে পিএসজি। একের পর এক তারকা ফুটবলারদের দলে ভিড়িয়েছে ক্লাবটি। সেই লক্ষ্য নিয়ে মারিসিও পচেত্তিনোকেও প্যারিসে ভেড়ায় পিএসজি। কিন্তু তাতেও লাভ হলো না। বরং এবার আরো আগেই ইউরোপসেরা প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে প্যারিসের ক্লাবটি। তাই পচেত্তিনোর সঙ্গে পিএসজির সম্পর্ক আর থাকবে কি না সেটা নিয়ে উঠেছে নানা প্রশ্ন।
আগের আসরে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছিল পিএসজি। ওই ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় ক্লাবটির। এরপর এবারের মৌসুমে অধরা শিরোপাকে জয়ের জন্য দল ঢেলে সাজায় পিএসজি। লিওনেল মেসি, সার্জিও রামোস কিংবা দোন্নারুম্মার মতো খেলোয়াড়দের এনেও প্রতিযোগিতায় টিকে থাকতে পারেনি পিএসজি। তাই পচেত্তিনোর ওপর যে পিএসজির আস্থা নেই সেটা বোঝাই যাচ্ছে।
প্যারিসভিত্তিক নির্ভরযোগ্য সংবাদমাধ্যম লা পারিসিয়েনও তেমনটা জানিয়েছে। তারা জানিয়েছে, এই মৌসুম শেষে পচেত্তিনোর সঙ্গে নাকি বিচ্ছেদ করতে চাইছে পিএসজি। তবে আনুষ্ঠানিকভাবে দুপক্ষ থেকে এখনো কিছুই জানানো হয়নি।
এদিকে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে যাওয়া পিএসজি লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত করে ফেলেছে। গত শনিবার রাতে লঁসের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে পিএসজি। শিরোপা নিশ্চিত করতে ম্যাচটিতে হার এড়ালেই চলত স্বাগতিকদের। লিওনেল মেসির গোলে সেটাই করেছে প্যারিসের ক্লাবটি।
গত মৌসুমে লিলের কাছে শিরোপা হারিয়েছিল পিএসজি। এবার সে শিরোপা উদ্ধার করল পিএসজি। এটি তাদের দশম শিরোপা। ফ্রান্সের শীর্ষ লিগে পেশাদার যুগে সাঁত এতিয়েনের এর আগে সবচেয়ে বেশি ১০টি শিরোপা জিতেছিল। এবার সেটি করেছে পিএসজি।