মেসির গোলে জয়ে ফিরল বার্সেলোনা
লা লিগায় উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে থাকা বার্সেলোনা টেবিলের তলানির দিকে থাকা লেভান্তের কাছেও হারতে বসেছিল। কিন্তু শেষ মুহূর্তে কোনো অঘটন হয়নি। লিওনেল মেসির একমাত্র গোলে জয়ে ফিরেছে বার্সেলোনা।
গতকাল রোববার রাতে ন্যু-ক্যাম্পে লেভান্তের বিপক্ষে ১-০ গোলে জয় ফিরেছে বার্সেলোনা।
টানা দুই হারের পর জয়ে ফিরল বার্সা। লা লিগায় এর আগের ম্যাচে কাদিসের কাছে হেরেছিল রোনাল্ড কোম্যানের দল। এরপর হেরেছে চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের কাছে।
এদিন ঘরের মাঠে ম্যাচের বেশিরভাগ সময় বল দখলে রেখেছিল বার্সা। কিন্তু দ্বাদশ মিনিটেই গোল খেতে বসেছিল স্বাগতিকেরা। কিন্তু গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনের কারণে কোনোমতে রক্ষা পায়।
আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচটিতে শেষের দিকে এসে গোলের দেখা পায় বার্সেলোনা। অবশেষে ৭৬তম মিনিটে ফ্রেংকি ডি ইয়ংয়ের বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে জাল খুঁজে নেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার মেসি। অধিনায়কের গোলেই জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে বার্সা।
চলতি লিগে ১১ ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে বার্সেলোনা। ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে রিয়াল সোসিয়েদাদ। ২৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।