মেসির জোড়া গোলে বার্সার দুর্দান্ত জয়
জোড়া গোল করলেন দলের সেরা তারকা লিওনেল মেসি। অধিনায়কের পাশাপাশি জালের দেখা পেয়েছেন পেদ্রি। দুই সতীর্থের গোলে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বার্সেলোনা।
লা লিগায় গতকাল বুধবার রাতে বিলবাওকে ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। প্রতিপক্ষের হয়ে গোল দুটি করেছেন ইনাকি উইলিয়ামস ও মুনিয়াইন। এই জয়ের মাধ্যমে চলতি লিগে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠেছে রোনাল্ড কোম্যানের দল।
অবশ্য প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুতেই গোল খেয়ে বসেছিল বার্সেলোনা। তৃতীয় মিনিটে মাঝমাঠ থেকে সতীর্থের থ্রু পাস ধরে ডি-বক্সে ঢুকে নিচু শটে জাল খুঁজে নেন উইলিয়ামস।
এগিয়ে যাওয়ার সুফল বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বিলবাও। ম্যাচের ১৪ মিনিটে বাঁ-দিক থেকে মেসির দূরের পোস্টে নেওয়া ক্রস বের হয়ে যাচ্ছিল। অমন সময় লাফিয়ে বল বক্সের মুখে পাঠান ফ্রেংকি ডি ইয়ং। সেখানে ছিলেন পেদ্রি। সুযোগ হাতছাড়া না করে হেড দিয়ে বল ঠিকানায় পাঠিয়ে দেন তিনি।
ম্যাচের ৩৮ মিনিটে নিজের প্রথম গোলের দেখা পান মেসি। পেদ্রির সঙ্গে বল দেওয়া-নেওয়ার মাধ্যমে প্রতিপক্ষের ডি-বক্সের দিকে এগিয়ে যান বার্সা অধিনায়ক। ডি-বক্স থেকেই নিচু শটে দলকে এগিয়ে নেন মেসি।
এরপর ৬২ মিনিটে স্কোরলাইন ৩-১ করেন মেসি। জর্দি আলবার বাড়ানো বল ধরে দারুণ শটে দ্বিতীয় গোল আদায় করে নেন তিনি। চলতি লিগে এটি তাঁর নবম গোল।
শেষের দিকে একটি গোল করে শোধ করে ব্যবধান কমায় বিলবাও। তাতে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
লিগে ১৭ ম্যাচে ৯ জয় ও তিন ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বার্সা। ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে আছে রিয়াল মাদ্রিদ। সবচেয়ে বেশি ৩৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ।