মেসির দলে নতুন তারকা
প্যারিস সেন্ট জার্মেই লিল থেকে রেনাতো সানচেসকে দলে সই করিয়েছে। এরই মধ্যে পর্তুগিজ তারকাকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে পিএসজি।
পর্তুগিজ মিডফিল্ডারের সঙ্গে বার্সার চুক্তির মেয়াদ পাঁচ বছর। তিনি ১৫ মিলিয়ন ইউরোতে ফরাসি জায়ান্টদের সঙ্গে যোগ দেন।
সানচেস ২০১৬ সালে ৩৫ মিলিয়ন ইউরোতে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছিলেন। দলটির হয়ে ৫৩ ম্যাচ খেলেছেন, তবে জ্বলে উঠতে না পারায় তাঁকে সোয়ানসি সিটিতে ধার দেওয়া হয়েছিল।
মার্কার খবরে জানা যায়, এসি মিলানকে টপকে পিএসজি তাঁকে দলে নেয়। ফ্রেঞ্চ মিডফিল্ডার ভিতিনহা, মার্কো ভেরাত্তি ও দানিলো পেরেইরার সঙ্গে খেলবেন তিনি।
পর্তুগিজ মিডফিল্ডার ইতালীয় দলের চেয়ে পিএসজিকে বেছে নেওয়ার বড় কারণ ফরাসি কোচ এবং লুইস ক্যাম্পোস।
সানচেস পিএসজি ওয়েবসাইটকে বলেছেন, ‘আমি নিশ্চিত, এই ক্লাবে এসে আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি। আমি প্যারিস সেন্ট-জার্মেই বেছে নিয়েছি কারণ আমি মনে করি এটি আমার জন্য সেরা জায়গা। ফ্রান্সে থাকা আমার জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমি এই লিগটি সম্পর্কে জানি।’