মেসি-ডি মারিয়ার গোলে আর্জেন্টিনার দাপুটে জয়
পিএসজিতে খুব একটা ভালো সময় যাচ্ছে না লিওনেল মেসির। দলকে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ওঠাতে ব্যর্থ হয়েছেন। কিন্তু, ক্লাবে খারাপ সময় গেলেও জাতীয় দলে দারুণ সময় পার করছেন মেসি।
আজ শনিবার ভেনেজুয়েলার বিপক্ষেও জ্বলে উঠেছেন এ আর্জেন্টাইন তারকা। তাঁর সঙ্গে জালের দেখা পেয়েছেন ডি মারিয়া ও নিকোলাস গনসালেস। তারকাদের জ্বলে ওঠার দিনে ভেনেজুয়েলার বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বোকা জুনিয়র্সের মাঠে বাংলাদেশ সময় আজ সকালে অনুষ্ঠিত ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।
বাছাইপর্ব মোটামুটি ভালোই কেটেছে আর্জেন্টিনার। এরই মধ্যে নিশ্চিত হয়েছে কাতার বিশ্বকাপের টিকেট। বাছাইপর্বের ১৬ ম্যাচের ১১টিতে জয় পেয়েছে তারা, ড্র করেছে পাঁচটিতে। হারেনি একটি ম্যাচও। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে মোট ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে আর্জেন্টিনা। এ অঞ্চল থেকে ৪২ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে ব্রাজিল। তাদেরও বিশ্বকাপের টিকেট নিশ্চিত হয়েছে আরও আগেই।
আজকের ম্যাচটিতে আক্রমণ-বল দখল সব দিকেই এগিয়ে ছিল আর্জেন্টিনা। ম্যাচের ৭৩ভাগ সময় বল দখলে রাখা আর্জেন্টিনা গোল পেয়ে যায় ৩৫ মিনিটে। ডি পলের চমৎকার নিচু ক্রসে দারুণ স্লাইডে দলকে লিড এনে দেন গনসালেস।
৭৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন একটু আগেই বদলি নামা ডি মারিয়া। এরপর ৮২তম মিনিটে ব্যবধান ৩-০ করেন মেসি। ডি-বক্সে ডি মারিয়াকে বল বাড়িয়ে অফসাইড ফাঁদ এড়িয়ে দ্রুতগতিতে ছয় গজ বক্সে ঢুকে যান মেসি। এরপর ডি মারিয়ার কাছ থেকে ফিরতি পাস বুক দিয়ে নামিয়ে জালে জড়ান; সেইসঙ্গে স্কোরলাইন ৩-০ করেন লিওনেল মেসি। ফলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।