মেসি-নেইমার-রামোসের গোলে পিএসজির উচ্ছ্বাস
একই ম্যাচে জ্বলে উঠলেন লিওনেল মেসি, নেইমার ও সার্জিও রামোস। তিনজনই পেলেন জালের দেখা। তাতে রীতিমতো গোল উৎসব করল পিএসজি। তিন তারকার জ্বলে ওঠার দিনে নঁতকে স্রেফ উড়িয়ে দিয়ে ফরাসি সুপার কাপ জিতল প্যারিসের ক্লাবটি।
ইসরায়েলের তেল আবিবে ব্লুমফিল্ড স্টেডিয়ামে গতকাল রোববার দিবাগত রাতে ফরাসি সুপারে কাপে ৪-০ গোলে জিতেছে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। নতুন মৌসুমের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেই বড় জয়ের আনন্দে ভাসল পিএসজি।
পিএসজির কোচ হিসেবে ক্রিস্তফ গালতিয়ের শুরুটাও হলো জয় দিয়ে। ফরাসি সুপার কাপে পিএসজির এটি রেকর্ড ১১তম শিরোপা।
নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। তবে বাকিরা সবাই ছিলেন। এদিন ম্যাচের শুরুতেই দলকে লিড এনে দেন মেসি। ২২তম মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে দারুণ একভাবে গোলরক্ষককে কাটিয়ে বল ঠিকানায় পাঠান মেসি।
এরপর বিরতির আগ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন রামোস। শেষ দিকে ৮২ মিনিটে নেইমার দ্বিতীয় গোল করলে বড় জয় নিশ্চিত হয় প্যারিসের ক্লাবটির।