মেহেদি-মাহমুদউল্লাহর হাফ সেঞ্চুরিতে রানে ফিরছে বাংলাদেশ
খাদের কিনারা থেকে এদিনও দলকে টেনে তুললেন মেহেদি হাসান মিরাজ। ৬৯ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে উদ্ধার করলেন মিরাজ এবং মাহমুদউল্লাহ রিয়াদ। ইতোমধ্যে ১০৯ রানের জুটি গড়েছেন দুজনে। আর হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন মেহেদি মিরাজ ও মাহমুদউল্লাহ।
আজ বুধবার বেলা ১২টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক লিটন কুমার দাস। তবে প্রথম ওয়ানডের মতো এদিনও দেখা গেছে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। ১৮.৬ ওভারের মধ্যে ৬৯ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছিল বাংলাদেশ।
তবে সেখান থেকে দলের হাল ধরার চেষ্টা করছেন মেহেদি-মাহমুদউল্লাহ। এই জুটিতে ভর করে খাদের কিনারা থেকে ধীরে ধীরে রানে ফেরার চেষ্টা করছে বাংলাদেশ। এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ ৪১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৮ রান।
৫৯ বলে ৫৩ রান করে মেহেদি এবং ৭৪ বলে ৫০ রান করে মাহমুদউল্লাহ রিয়াদ উইকেটে অপরাজিত রয়েছেন। ভারতের পক্ষে এ পর্যন্ত ৩ উইকেট নিয়েছেন ওয়াশিংটন সুন্দর এবং দুটি নিয়েছেন মোহাম্মদ সিরাজ।