মোটরসাইকেল চালাতে গিয়ে আহত শেন ওয়ার্ন
মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। ছেলে জ্যাকসনকে নিয়ে মোটরসাইকেল চালানোর সময় দুর্ঘটনায় আহত হয়েছেন সাবেক এই তারকা ক্রিকেটার।
সংবাদমাধ্যম এনডিটিভির খবর অনুযায়ী, দুর্ঘটনায় বাইক থেকে ছিটকে প্রায় ১৫ মিটার দূরে গিয়ে পড়েন অসি কিংবদন্তি বোলার। বড় দুর্ঘটনা থেকে বাঁচলেও কোমরে আর পায়ে ব্যথা পেয়েছেন তিনি। অবশ্য কেবল নিজে হাসপাতালে গেছেন ওয়ার্ন। প্রথমে ভেবেছিলেন, তাঁর পায়ের হাড় হয়তো ভেঙে গেছে। কিন্তু, হাসপাতালে গিয়ে জানতে পেরেছেন—আঘাত গুরুতর নয়।
সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী—দুর্ঘটনার পর ওয়ার্ন বলেছেন, ‘এখন ভালো আছি। তবে, প্রচণ্ড ব্যথা পুরো শরীরে আছে। প্রথমে তো মনে হচ্ছিল কোমর আর পায়ের হাড় ভেঙেছে। কিন্তু, শেষ পর্যন্ত তেমন কিছু ঘটেনি। বেশ কয়েক জায়গায় কেটে গেছে।’
দুর্ঘটনার ব্যাপারে অসি তারকা বলেন, ‘আমি মোটরসাইকেল চালাতে গিয়েছিলাম। বাইকটি চালানোর পর একটি ছাউনিতে তা রাখতে যাই। ফ্যাক্টরির গেটের ভেতরে ঢুকে একটি ঢালু জায়গায় মোড় ঘুরতে গিয়ে পড়ে গিয়েছি।’
আসন্ন অ্যাসেজ সিরিজে শেন ওয়ার্নের ধারাভাষ্য দেওয়ার কথা রয়েছে। আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার ঐতিহ্যবাহী লড়াই। টেস্ট সিরিজ শুরু হতে এখনও কিছুটা সময় বাকি। আশা করা হচ্ছে, তার মধ্যেই সুস্থ হয়ে উঠবেন এই কিংবদন্তি ক্রিকেটার।