মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়ালের জয়
বার্সেলোনার বিপক্ষে জয়ের ধারাবাহিকতা ধরে রাখল রিয়াল মাদ্রিদ। আজ রোববার মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে ২-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। ন্যু ক্যাম্পে লা লিগার ম্যাচটি কার্লো আনচেলত্তির দলকে জিততে বেশ ঘাম ঝরাতে হয়েছে।
ম্যাচে ৩২ মিনিটে এগিয়ে যায় রিয়াল। দাভিদ আলাবা বক্সে ঢুকে কোনাকুনি শটে গোল করেন।
রিয়াল এই ব্যবধান ধরে রেখেছিল নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত। কিন্তু ইনজুরি সময়ে হিসেব পাল্টে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। ইনজুরি সময়ের তিন মিনিটে মিনিটে রিয়াল মাদ্রিদ আবার এগিয়ে যায়। লুকাস ভাসকেস ৬ গজ দূর থেকে গোল করেন।
এর কিছুক্ষণ পর ফাতির জায়গায় আগুয়েরোকে নেমেই বার্সেলোনা দারুণ একটি গোল পায়। বার্সেলোনার জার্সিতে প্রথম গোলের দেখা পেলেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। ইনজুরি সময়ের সপ্তম মিনিটে দেস্তের ক্রসে আগুয়েরো গোলটি করেন।
আগুয়েরোর গোলে ব্যবধান কমলেও লাভ হয়নি বার্সার। ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় রোনাল্ড কোম্যানের শিষ্যদের।
এই জয়ে ৯ ম্যাচে রিয়াল মাদ্রিদ ২০ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে। সমান ম্যাচে বার্সেলোনা ১৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে।