ম্যাচ জিতে অ্যাথলেটিকোকে চাপে রাখল রিয়াল
কিছুদিন আগে বার্সেলোনাকে রুখে দিয়ে বেশ চমকে দিয়েছিল গ্রানাডা। তারাই কি না রিয়াল মাদ্রিদের বিপক্ষে একরকম বিধ্বস্ত হয়েছে। হেরেছে ৪-১ গোলের বিশাল ব্যবধানে। এই জয়ে অ্যাথলেটিকো মাদ্রিদকে এক রকম চাপে ফেল দিয়েছে রিয়াল।
গতকাল বৃহস্পতিবার রাতে রিয়াল প্রথমে এগিয়ে যায় লুকা মদ্রিচের গোলে। ম্যাচের ১৭ মিনিটে গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে লক্ষ্যভেদ করেন এই ক্রোয়াট মিডফিল্ডার।
প্রথমার্ধের ইনজুরি সময়ে রিয়ালের ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোলটি করেন তিনি।
ম্যাচের ৭১ গ্রানাডার পক্ষে মোলিনা একটি গোল করে ব্যবধান কিছুটা কমালেও পরবর্তীতে আরও দুটি গোল হজম করে তারা।
রিয়ালের পক্ষে বাকি দুই গোল করেন আলভারো ওদ্রিওসোলা ও করিম বেনজেমা। যথাক্রমে ৭৫ ও ৭৬ মিনিটে তাঁরা এই দুটি গোল করেন।
অ্যাথলেটিকো মাদ্রিদ ৩৬ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। রিয়াল ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং বার্সেলোনা ৭৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।