ম্যাচ পরিত্যক্ত : আইরিশদের পৌষ মাস, আফগানদের সর্বনাশ
মেলবোর্নের আবহাওয়া আফগানিস্তানের কপাল পুড়িয়েছে। বৃষ্টির কারণে আফগানিস্তান-আয়ারল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দু’দলকে পয়েন্ট ভাগ করে নিতে হয়েছে।
বৃষ্টির কারণে আফগানদের তিন ম্যাচের দুটিই হয়েছে পরিত্যক্ত। তাই ২ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’ এর তলানিতে থেকে গেছে মোহাম্মদ নবীর দল। অন্যদিকে এই বৃষ্টিই সৌভাগ্যের প্রতীক হয়েছে আইরিশদের।
আজ শুক্রবার মেলবোর্নে বৃষ্টির কারণে আফগানিস্তানের বিপক্ষের ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এতে আয়ারল্যান্ড ও আফগানিস্তান ১টি করে পয়েন্ট পেয়েছে।
গত ২৬ অক্টোবর একই মাঠে বৃষ্টির কারণে শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পায় আয়ারল্যান্ড। সেদিন বৃষ্টি আইনে ৫ রানের জয় পেয়ে ২ পয়েন্ট অর্জন করে অ্যান্ডি বালবির্নির দল। অবশ্য ইংলিশদের বিপক্ষে ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখিয়েছিল আয়ারল্যান্ড।
আজ আফগানদের সঙ্গে ১ পয়েন্ট পাওয়ায় আইরিশরা তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’ এর দ্বিতীয় অবস্থানে আছে। তিন ম্যাচের মধ্যে একমাত্র শ্রীলঙ্কার কাছে ৯ উইকেটে হেরেছে আয়ারল্যান্ড।
অন্যদিকে আইরিশদের ভাগ্যের উল্টো পিঠে আছে আফগানিস্তান। বৃষ্টির কারণে তিন ম্যাচের মধ্যে দুটিতেই তারা মাঠে নামতে পারেনি। ইংল্যান্ডের বিপক্ষে গত ২২ অক্টোবর তারা ৫ উইকেটে হেরেছিল। তাই সেমির লড়াইয়ে টিকে থাকতে জয়ের প্রয়োজন মোহাম্মদ নবীদের।
২৬ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে এবং আজ আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সেমির লড়াইয়ে আফগানদের কিছুটা পিছিয়েই থাকতে হবে।