ম্যাচ হেরে দুঃসংবাদ শুনলেন কোহলি
সময়টা মোটেও ভালো যাচ্ছে না ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলির। মাঠে ছন্দহীন কোহলি মাঠের বাইরেও নানা ইস্যুতে আলোচনায়। মাঠে বুনো উদযাপনের কারণে কুখ্যাতি আছে কোহলির। আইপিএলে এবার তেমনই এক উদযাপনের কারণে শাস্তি পেলেন এই তারকা ক্রিকেটার।
গতকাল সোমবার (১৭ এপ্রিল) বেঙ্গালুরুর বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে ৮ রানের জয় পায় ধোনির চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে আচরণবহিভূর্ত কারণে তাকে ম্যাচ ফির ১০শতাংশ জরিমানা করা হয়েছে। এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আইপিএল কর্তৃপক্ষ ।
আইপিএলের নিয়মের ২.২ ধারাটি ভঙ্গ করেছেন কোহলি। বিষয়টি তিনি স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। ঠিক কোন উদযাপনের কারণে কোহলি এমন শাস্তি পেলেন সেই বিষয়ে কিছুই জানানো হয়নি বিবৃতিতে। তবে ধারণা করা হচ্ছে, চেন্নাই ব্যাটার শিবা দুবের আউটের পর কোহলি মাত্রা ছাড়ানো উদযাপন করেছেন। যার ফলেই এমন শাস্তি।
অবশ্য কোহলির এমন শাস্তি পাওয়ার ম্যাচে, হারের স্বাদ পেতে হয়েছে বেঙ্গালুরুকে। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২৬ রান তোলে চেন্নাই। জবাবে সব ওভার খেলে ৮ উইকেটে ২১৮ রানের বেশি তুলতে পারেনি আরসিবি। ৮ রানের হার নিয়ে মাঠ ছাড়তে বেঙ্গালুরুকে।