ম্যানইউতে কত নম্বর জার্সি পরবেন রোনালদো?
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো ফিরলেন তাঁর পুরোনো ঠিকানায়। রিয়াল মাদ্রিদ-জুভেন্টাসের পর পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডই এখন রোনালদোর গন্তব্য। তবে প্রশ্ন হলো, ম্যানইউতে নিজের পছন্দের সাত নম্বর জার্সি পাবেন তো রোনালদো?
ফুটবল দুনিয়ায় ‘সিআর সেভেন’ একটি ব্র্যান্ড। জাতীয় দল থেকে শুরু করে ক্লাব ফুটবলে এই নামেই পরিচিত রোনালদো। এই নামে তাঁর ব্যবসাও আছে। কিন্তু, পুরোনো ক্লাব ম্যানইউতে এই সাত নম্বর জার্সিটি রোনালদো পাবেন কি না, তা নিয়ে সন্দেহ আছে। দি ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, নাটকীয় কিছু না ঘটলে এই মৌসুমে ইউনাইটেডে সাত নম্বর জার্সিটা পাচ্ছেন না রোনালদো।
কারণ, ম্যানইউর সাত নম্বর জার্সিটি এখন পরছেন এদিনসন কাভানি। যাঁর সঙ্গে কয়েক মাস আগেই চুক্তি নবায়ন করেছে ইউনাইটেড। প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী, মৌসুম শুরুর আগেই একটা ক্লাবকে তার খেলোয়াড়দের জার্সি নম্বর ঠিক করে দিতে হয়। এরপর খেলোয়াড় যদি ক্লাব না ছাড়েন, তাহলে জার্সি আর বদল করা যায় না। সে ক্ষেত্রে আগামী ৩১ আগস্টের মধ্যে কাভানি ম্যানইউ না ছাড়লে ওই সাত নম্বর জার্সি রোনালদো পাওয়ার আর সম্ভাবনা নেই।
দি ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, সাত নম্বর না পেলে ২৮ নম্বর জার্সিটি বেছে নিতে পারেন রোনালদো। এ ছাড়াও ১২, ১৫, ২৪, ৩০, ৩১, ৩৩, ও ৩৫ নম্বর জার্সি থেকে বেছে নেওয়ার সুযোগ আছে রোনালদোর সামনে।
ব্যাপারটি স্পষ্ট করে টুইটারে ইএসপিএনের সাংবাদিক ডেল জনসন লিখেছেন, ‘প্রিমিয়ার লিগে নিয়মের এম.৫ ধারায় পরিষ্কারভাবে বলছে, কাভানিকেই পুরো মৌসুম সাত নম্বর জার্সি পরতে হবে। ক্রিস্টিয়ানো রোনালদো সাত নম্বর জার্সি চাইলে সেটি করার একমাত্র উপায়, কাভানিকে ক্লাব ছাড়তে হবে।’
গতকাল শুক্রবার রাতে নিজেদের ওয়েবসাইটে বাংলাদেশ সময় রাত ১০টার দিকে রোনালদোকে নেওয়ার খবরটি জানায় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। রোনালদোর দলবদলের মূল্য নিয়ে চুক্তি হয়ে গেছে ম্যানইউর। রোনালদোর স্বাস্থ্যপরীক্ষা এবং তাঁর সঙ্গে ম্যানইউ’র চুক্তির আনুষ্ঠানিকতা সারলে আসবে বাকি ঘোষণা।
বিবৃতিতে ম্যানইউ বলেছে, ‘রোনালদোর দলবদলের বিষয়ে জুভেন্টাসের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পেরে ম্যানচেস্টার ইউনাইটেড উচ্ছ্বসিত। এখন ব্যক্তিগত কিছু বিষয়, ভিসা ও স্বাস্থ্য পরীক্ষা বাকি।’
২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত ছয় বছর ম্যানইউতে ছিলেন পর্তুগিজ তারকা। এরপর পাড়ি জমান রিয়াল মাদ্রিদে। ২০০৯ থেকে সেখানে কাটান ২০১৮ সাল পর্যন্ত। ২০১৮ সালেই রিয়ালের সঙ্গে নয় বছরের সম্পর্ক ছিন্ন করে জুভেন্টাসে নাম লেখান রোনালদো। রিয়াল-জুভেন্টাস ঘুরে এবার নিজের পুরোনো ক্লাবে ফিরলেন সিআর সেভেন।