ম্যানচেস্টার ইউনাইটেডকে নকআউটে তুললেন রোনালদো
প্রিমিয়ার লিগে সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। শেষ পাঁচ ম্যাচের চারটিতেই দেখেছে হার। ছাঁটাই হয়েছেন কোচ ওলে গুনার সুলশার। এত চাপের মধ্যেই চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ম্যানইউকে উদ্ধার করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। নিজে পেলেন জালের দেখা। সঙ্গে পেলেন জেডন স্যানচো। এ দুজনের গোলে ভিয়ারিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে উঠল ম্যানচেস্টার ইউনাইটেড।
ঘরের মাঠে গতকাল মঙ্গলবার গ্রুপ পর্বের ম্যাচে ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়েছে ম্যানইউ। এর আগে ভিয়ারিয়ালের সঙ্গে প্রথম দেখায় পিছিয়ে পড়া ইউনাইটেড রোনালদোর শেষ মুহূর্তের গোলেই জিতেছিল। এবারও ম্যানইউর জয়ে ভূমিকা রাখলেন পর্তুগিজ তারকা।
এদিন বল দখলে পিছিয়ে ছিল ম্যানইউ। ম্যাচের ৪৮ মিনিট বল দখলে রেখে ১১ বার আক্রমণ করেছে ম্যানইউ। যার ছয়টি ছিল অনটার্গেট শট, দুটিই লক্ষ্যে পাঠাতে সফল ম্যানইউ।
গোল দুটিই আসে শেষ দিকে। ৭৮তম মিনিটে অনেকটা প্রতিপক্ষের ভুলের সুযোগে এগিয়ে যায় তারা। প্রতিপক্ষের ডি-বক্সে ফাঁকায় পেয়ে গোলরক্ষকের ওপর দিয়ে ঠিকানায় বল পাঠান পর্তুগিজ তারকা রোনালদো। ইউরোপসেরা প্রতিযোগিতাটিতে চলতি আসরে পাঁচ ম্যাচেই জালের দেখা পেলেন রোনালদো। এ নিয়ে তাঁর গোল হলো ছয়টি। টুর্নামেন্টে সব মিলিয়ে রেকর্ড স্কোরারের গোল সংখ্যা বেড়ে হলো ১৪০টি।
পরের গোলটি আসে ৯০ মিনিটে। তিনিও প্রতিপক্ষের ডি-বক্সে ফাঁকায় পেয়ে জোরালো শটে কাছের পোস্ট দিয়ে গোলটি করেন স্যানচো।
পাঁচ ম্যাচে তিন জয় এবং এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে ম্যানচেস্টার ইউনাইটেড। এ জয়ে নিশ্চিত হলো তাদের নকআউট পর্ব। ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ভিয়ারিয়াল।