ম্যানসিটির বিপক্ষে সাহস দিয়ে লড়তে চায় রিয়াল
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের একদল নিশ্চিত হয়ে গেছে। এসি মিলানকে হারিয়ে ১৩ বছর পর ফাইনালে উঠেছে ইন্টার মিলান। এবার প্রতিপক্ষের অপেক্ষায় ইতালির ক্লাবটি। সেটাও নির্ধারণ হবে আজ রাতে।
চ্যাম্পিয়ন্স লিগে আজ বুধবার (১৭ মে) সেমিফাইনালের দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। কঠিন প্রতিপক্ষ সিটির বিপক্ষে লড়তে সাহসকে পুঁজি করতে বলছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।
শক্তির বিচারে কোনো দলই কারও থেকে পিছিয়ে নেই। প্রথম লেগের লড়াইও এগিয়ে নেই কেউ। সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগটা শেষ হয়েছে ১-১ ব্যবধানের ড্র দিয়ে। দ্বিতীয় লেগ অনেকটা উত্তাপ ছড়াবে।
কঠিন লড়াইয়ের আগে কার্লো আনচেলত্তি বলেছেন, ‘এই ধরনের ম্যাচের একটি মূল ব্যাপার হলো সাহস। এই পর্যায়ে ব্যক্তিগত ও দলীয় মানের দিক থেকে আমরা সমানে সমান, কিন্তু সাহসই পার্থক্য গড়ে দেয়।’
প্রথম লেগে ১-১ হওয়ায় দ্বিতীয় লেগ যদি টাইব্রেকারে যায় তাহলে কী ভাবছেন আনচেলত্তি? না এ ব্যাপারে আপাতত ভাবনা নেই তার। তিনি বলেছেন, ‘আমরা এটা নিয়ে ভাবিনি, কারণ বিষয়টি নিয়ে ভাবা ভুল হবে। এটি এমন এক ম্যাচ যা পেনাল্টি শুটআউটে যেতে পারে, তবে আমরা এ নিয়ে ভাবছি না, আমরা মূল ম্যাচেই জিততে চাই।’