ম্যানসিটি ছেড়ে আর্সেনালে জেসুস
কদিন ধরেই গ্যাব্রিয়েল জেসুসের দলবদল নিয়ে গুঞ্জন ওঠে। আর্লিং হলান্ড ম্যানচেস্টার সিটিতে যাওয়ার পর সেই গুঞ্জনই সত্যি হলো। ম্যানসিটি ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক দল আর্সেনালে পাড়ি জমালেন ব্রাজিল তারকা জেসুস।
আজ সোমবার ক্লাবের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে আর্সেনাল। তবে চুক্তির ব্যাপারে এখনো কিছু জানায়নি ক্লাবটি। এমনকি ট্রান্সফার ফি কেমন সেটাও কিছু জানায়নি আর্সেনাল। আর্সেনাল বিবৃতিতে বলেছে, জেসুসের সঙ্গে তারা দীর্ঘমেয়াদী চুক্তি করেছে।
আর্সেনালে আসার আগে ম্যানসিটির হয়ে পাঁচ মৌসুম খেলেছেন জেসুস। এই সময়ে দলের হয়ে ২৩৬টি ম্যাচ খেলে ৯৫টি গোল করেছেন ব্রাজিল তারকা। এ ছাড়া ক্লাবটির হয়ে চারটি প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছেন তিনি।
জেসুসকে পেয়ে বেশ খুশি আর্সেনাল কোচ আর্তেতা। তিনি বলেছেন, ‘আমি খুবই রোমাঞ্চিত। ক্লাব তার মাপের একজন খেলোয়াড়কে দলে টেনে দারুণ কাজ করেছে। গ্যাব্রিয়েলকে আমি ব্যক্তিগতভাবে খুব ভালোভাবে জানি। প্রিমিয়ার লিগে খেলার সময় থেকে আমরা সবাই তাকে চিনি। লম্বা সময় ধরে এই পজিশনে আমরা শক্তি বাড়ানোর চেষ্টা করছিলাম এবং এমন একজন খেলোয়াড়কে দলে টানলাম, যাকে আমরা সবাই চেয়েছিলাম। তাই আমি খুবই খুশি।’