ম্যান সিটির দারুণ জয়ের দিনে ইউনাইটেডের হার
দুই ম্যাচ বাকি থাকতেই ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার উল্লাস করেছে ম্যানচেস্টার সিটি। তাই গতকাল শুক্রবার রাতের ম্যাচটি তাদের জন্য ছিল অনেকটাই আনুষ্ঠানিকতার। নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে তারা। জিতেছে ৪-৩ গোলে।
গত মঙ্গলবার ম্যানচেস্টার ইউনাইটেড ২-১ গোলে হেরেছিল লেস্টার সিটির কাছে। তাই ম্যানচেস্টার সিটির শিরোপা আগেই নিশ্চিত হয়ে যায়।
নিউক্যাসেলের সঙ্গে ম্যানচেস্টার সিটির ম্যাচ শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই হয়। ২৫ মিনিটে নিউক্যাসেল এগিয়ে যায় এমিল ক্রাফথের গোলে। ৩৯ মিনিটে গোলটি শোধ করে ম্যান সিটি। গোলটি করেন জোয়াও কানসেলো (১-১)। ৪২ মিনিটে সিটির হয়ে ব্যবধান বাড়ান ফেরান টোরেস (২-১)। প্রথমার্ধের শেষ সময়ে পেনাল্টি থেকে গোল শোধ করে নিউক্যাসেলকে ফের লড়াইয়ে ফেরান জোয়েলিনটন (২-২)।
দ্বিতীয়ার্ধে দুই দলের মধ্যে লড়াই প্রতিদ্বন্দ্বিতামূলক হয়। ৬২ মিনিটে গোল করে নিউক্যাসেলকে আবার এগিয়ে দেন জো উইলক। এরপরই ম্যান সিটি ঝাঁপিয়ে পড়ে। ম্যাচের ৬৪ ও ৬৬ মিনিটে ফেরান টোরেস পরপর দুটি গোল করে ম্যান সিটির জয় নিশ্চিত করেন।
অন্য ম্যাচে লিভারপুল ৪-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে।
৩৬ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচ খেলে ১৩ পয়েন্ট কম নিয়ে ম্যানইউ রয়েছে দ্বিতীয় স্থানে। ৩৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তালিকায় পঞ্চম স্থানে আছে লিভারপুল।