ম্যারাডোনার কাপ নিয়েই ঘরে ফিরবেন মেসি?
কাতার বিশ্বকাপ শুরুর আগে দিয়েগো ম্যারাডোনার কন্যা মেসিকে শিরোপা নিয়ে ঘরে ফেরার কথা বলেছিলেন। আর্জেন্টিনার হয়ে সর্বশেষ শিরোপা জিতেছিলেন দালমার বাবা ম্যারাডোনা। মুখে কিছু না বললেও খেলার মাঠে জবাব দিয়েছেন মেসি। এবার বিশ্বকাপ জিতেই দালমার কথা পূরণ করতে চান তারকা লিওনেল মেসি।
মঙ্গলবার দিবাগত রাত ১টায় সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে নাকানিচুবানি খাইয়ে ফাইনাল নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। এবার বিপক্ষ দল ফ্রান্স অথবা মরক্কো। তবে যেই হোক না কেন, জীবনের প্রথম শিরোপা জিততে বদ্ধপরিকর মেসি। সেইসঙ্গে আর্জেন্টিনাকে দিতে চান তৃতীয় সফলতা। তিন যুগ পর তিনে পা দিবে আলবিসেলেস্তেরা, ভেবেই রোমাঞ্চিত লিওনেল মেসি।
এর আগে ১৯৭৮ এবং ১৯৮৬ সালের বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। আর দ্বিতীয় শিরোপা জয়ের পিছনে অগ্রণী ভূমিকা রেখেছিলেন ম্যারাডোনা। দীর্ঘদিন ধরে সেই ম্যারাডোনার কাপটি ঘরে ফেরেনি।
তাই ম্যারাডোনার মেয়ে দালমা বলেছিলেন, ‘মনে রেখো, আমার বাবা কিন্তু তোমাদের সঙ্গেই রয়েছেন। ভাবতে পারো, তিনিই এই দলের দ্বাদশ ব্যক্তি। এ বারের বিশ্বকাপে বাবার না থাকা প্রত্যেক মুহূর্ত উপলব্ধি করছি। তাই তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, এবার বিশ্বকাপ নিয়ে দেশে ফিরতেই হবে। তা হলেই বাবা সবচেয়ে বেশি আনন্দ পাবেন। মনে রেখো, উনি কিন্তু তোমাদের দেখছেন।’
ফুটবলকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার পিছনে আর্জেন্টাইন তারকা দিয়াগো ম্যারাডোনার অবদান অনস্বীকার্য। দলকে জিতিয়েছেন সর্বোচ্চ পুরস্কার বিশ্বকাপ ট্রফি। মাঠের খেলা শেষ করলেও দর্শক হিসেবে নিয়মিত মাঠে যেতেন ম্যারাডোনা। বেশিরভাগ সময়ে সঙ্গে থাকতেন কন্যা দালমা। বাবার ধারাবর্ণনায় দালমা উপভোগ করতেন ফুটবলের শুদ্ধ স্বাদ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস যে, এবার কাতার বিশ্বকাপে দালমার সঙ্গে নেই বাবা ম্যারাডোনা। তাই বাবাকে এভাবেই ঘরে ফেরানোর আকুতি জানিয়েছিলেন দালমা।
দালমার কথা রাখার পাশাপাশি মেসির হয়তো প্রথম এবং শেষ শিরোপা হাতে তোলার অপেক্ষা মাত্র আর কিছুক্ষণ। আগামী ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।