ম্যারাডোনার জন্য কাঁদছেন সৌরভ-শচীনরাও
কিংবদন্তি ফুটবলার দিয়েগো মার্যাডোনার মৃত্যুতে স্তব্ধ পুরো বিশ্ব। শুধু ফুটবল নয়, ম্যারাডোনার জন্য মন পুড়ছে ক্রিকেট তারকাদেরও। বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলী-শচীন টেন্ডুলকাররাও কাঁদছেন আর্জেন্টাইন কিংবদন্তির জন্য।
গতকাল বুধবার না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ফুটবল জাদুকর। রাত থেকে ফেসবুক-টুইটার-ইনস্টাগ্রামজুড়ে ভক্তদের লেখায় ফুটে উঠছে ম্যারাডোনার প্রতি ভালোবাসা।
২০১৭ সালে কলকাতায় আসার পর বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভের সঙ্গে চ্যারিটি ফুটবল খেলেছিলেন ম্যারাডোনা। ওই সময়কার একটি ছবি পোস্ট করে ভালোবাসা প্রকাশ করেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ। এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমার নায়ক আর নেই। আপনি শান্তিতে থাকুন। আমি ফুটবল দেখতাম শুধু আপনার জন্যই।’
ম্যারাডোনার মৃত্যুতে শোকস্তব্ধ হয়েছেন ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারসহ আরো অনেকে। শচীন লিখেছেন, ‘ফুটবল এবং ক্রীড়াবিশ্ব অন্যতম সেরা ক্রীড়াবিদকে হারালো। তোমাকে মিস করব। শান্তিতে থেকো দিয়েগো ম্যারাডোনা।’
ছেলেবেলার নায়কের মৃত্যুর খবরে শোকাহত ক্রিকেটার সুরেশ রায়না। তিনি টুইটারে লিখেছেন, ‘খুব বড় ক্ষতি হয়ে গেল। আমাদের ছোটবেলার নায়ক চলে গেলেন। অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। তুমি আমাদের হৃদয়ে এবং স্মৃতিতে থেকে যাবে।’