ম্যারাডোনার শোকে কাতর মাশরাফী-সাকিবরা
গতকাল রাতে হঠাৎ করে দুঃসংবাদ আসে কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা আর নেই। মুহূর্তের মধ্যে প্রিয় ফুটবলারকে হারানোর বেদনায় মুহ্যমান হয়ে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম। ফেসবুকে সব স্ট্যাটাসজুড়ে শোকের আর্তনাদ। বাকি ছিলেন না বাংলাদেশের ক্রিকেটাররাও। ম্যারাডোনার মৃত্যুতে শোকে কাতর মাশরাফী, সাকিব, রুবেল, তাসকিনরা।
হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল বুধবার মারা গেছেন ফুটবল ইতিহাসের কিংবদন্তি খেলোয়াড় ম্যারাডোনা। তাঁর মৃত্যুতে শুধু ফুটবলবিশ্ব নয়, গোটা ক্রীড়াঅঙ্গনই স্তব্ধ। ফেসবুক-টুইটার-ইনস্টাগ্রামজুড়ে ভক্তদের লেখায় ফুটে উঠছে ম্যারাডোনার প্রতি ভালোবাসা।
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ফেসবুকে লিখেছেন, ‘শোকের পরে শোক চলছে। তোমার থেকে বড় সুপারস্টার আমার চোখে আর কেউ ছিল না, আর আসবেও না। ব্যক্তি জীবনে তুমি আমার একমাত্র সুপারস্টার ছিলে, যাকে আমি একবার হলেও সামনে থেকে দেখতে চেয়েছিলাম। তোমার বাঁ পায়ের আঁকা নিখুঁত গোলের ছবিগুলো মনের ক্যানভাসে থেকে যাবে আজীবন। ভালো থেকো ওপারে জাদুকর। দ্য ড্রিবলিং মাস্টার। দিয়াগো আরমান্দো ম্যারাডোনা।’
বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান লিখেছেন, ‘এমন কয়েকজন খেলোয়াড় থাকে, যাদের জনপ্রিয়তা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যায়। যাঁরা সব প্রজন্মের কাছে কিংবদন্তি হয়ে ওঠেন। দিয়েগো আরমান্ডো ম্যারাডোনা এমনি এক খেলোয়াড় ছিলেন। খেলার মাঠে তাঁর অবিশ্বাস্য প্রতিভা আর ফুটবলের প্রতি ভালোবাসার কথা না বললেই না। খেলার মাঠে তিনি সব সময়ই পরিচয় দিয়েছেন বুদ্ধিমত্তার। তাঁর মতো কিংবদন্তি খেলোয়াড় ছিলেন বলেই, ফুটবল আমাদের এত আনন্দ দেয়। বিদায়, দিয়েগো!’
পেস তারকা তাসকিন আহমেদ লিখেছেন, ‘বিদায় হে কিংবদন্তি ম্যারাডোনা।’ বাংলাদেশ জাতীয় দলের আরেক পেসার রুবেল হোসেন লিখেছেন, ‘চিরবিদায় ফুটবলের জাদুকর। আর্জেন্টাইন ফুটবলের রাজপুত্র।’
ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, ‘শান্তিতে থাকুন দিয়েগো ম্যারাডোনা’। একইভাবে কিংবদন্তিকে বিদায় জানিয়েছেন তারকা বোলার মুস্তাফিজুর রহমান।