ম্যারাডোনা কাপে এবার বোকার কাছে হারল বার্সা
বার্সেলোনার দুঃসময় যেন শেষই হচ্ছে না। চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ার পর লা লিগায় ধুঁকছে স্প্যানিশ ক্লাবটি। এমনকি ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার স্মরণে আয়োজিত ম্যাচেও ব্যর্থ তারা। এবার হেরে গেল আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়ার্সের কাছে।
অবশ্য ম্যাচটিতে উত্তেজনা ছড়িয়েছে বেশ। নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। অতিরিক্ত সময়েও মেলে না গোল। শেষ পর্যন্ত টাইব্রেকারে স্পেনের বার্সেলোনাকে হারিয়ে শিরোপা জিতেছে বোকা জুনিয়র্স।
সৌদি আরবের রিয়াদে গতকাল মঙ্গলবার রাতে ম্যারাডোনা কাপে টাইব্রেকারে বার্সেলোনাকে ৪-২ গোলে হারিয়েছে বোকা জুনিয়র্স। প্রথমবার আয়োজিত হওয়া এ লড়াইয়ের মুকুট জিতল ম্যারাডোনার দেশের ক্লাব বোকা জুনিয়র্স।
বোকা জুনিয়র্স ও বার্সেলোনা। ইতালির ক্লাব নাপোলির বাইরে এই দুই দলেই অনেক সময় পার করেছেন ম্যারাডোনা। সম্মান ও পরিচিতিও পেয়েছেন অনেক। তাই ম্যারাডোনাকে সম্মান জানাতে এই প্রীতি ম্যাচ খেলার আয়োজন করে বার্সা ও বোকা। রিয়াদের এমরাসুল পার্কে খেলতে নেমেছিল দুদল। এ লড়াই দেখার সুযোগ হয় প্রায় ২৫ হাজার দর্শকের।