যুব বিশ্বকাপের সেরা একাদশে একমাত্র বাংলাদেশি
আইসিসি যুব বিশ্বকাপের পর্দা নেমেছে। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে ভারতের যুবারা। এই নিয়ে পঞ্চমবার শিরোপা ঘরে তুলেছে ভারত।
আজ রোববার যুব বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। সেরা একাদশে বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন মাত্র একজন।
এক বিবৃতিতে বিশ্বকাপের সেরা দলের নাম জানায় আইসিসি। ‘মোস্ট ভ্যালুয়েবল টিম অব দ্য টুর্নামেন্টের’ তালিকায় সুযোগ পেয়েছেন শুধুমাত্র রিপন মন্ডল। তিনি কানাডা ও ভারতের বিপক্ষে চারটি করে উইকেট নিয়েছেন। মোট ১৪ উইকেট নিয়ে টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হন।
দুই সেঞ্চুরি করেও এই তালিকায় নাম আসেনি বাংলাদেশের আরেক ক্রিকেটার আরিফুল ইসলামের। চ্যাম্পিয়ন ভারতের সর্বোচ্চ তিনজন জায়গা পেয়েছেন। অধিনায়কও করা হয়েছে ভারতের অধিনায়ক ইয়াশ ঢুলকে।
উইকেটরক্ষক হিসেবে আছেন পাকিস্তানের হাসিবউল্লাহ খান। দেশটি থেকে সুযোগ পাওয়ার আরেক ক্রিকেটার আওয়াইস আলী। দক্ষিণ আফ্রিকার হয়ে নজর কাড়া দাওলোদ ব্রেভিস আছেন এই তালিকায়। এবারের টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছেন ব্রেভিস। যুব বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ৫০৬ রান এসেছে তাঁর ব্যাট থেকে।
ইংল্যান্ড থেকে সুযোগ পেয়েছেন জশ বয়ডেন ও টম প্রেস্ট। শ্রীলঙ্কার একমাত্র প্রতিনিধি শুধু দুনিথ ওয়েলেলাগে। অস্ট্রেলিয়া থেকে আছেন টিগ উইলি।
অ্যান্টিগায় গতকাল শনিবার দিবাগত রাতে বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৪ উইকেটে হারিয়েছে ভারত অনূর্ধ্ব-১৯ দল। এর আগে মোহাম্মদ কাইফ, বিরাট কোহলি, উন্মুক্ত চাঁদ ও পৃথ্বি’শ এর অধীনে ভারত জিতেছিল চারটি যুব বিশ্বকাপ।
এবারের ফাইনাল জয়ে বড় ভূমিকা রেখেছেন রাজ বাওয়া। বল হাতে তিনি ৩১ রানে ৫ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে খেলেছেন ৩৫ রানের দারুণ একটি ইনিংস। ফাইনালে ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন রাজ।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেরা একাদশ
হাসিবুল্লাহ খান (উইকেটরক্ষক, পাকিস্তান), টিগ উইলি (অস্ট্রেলিয়া), দাওলোদ ব্রেভিস (দক্ষিণ আফ্রিকা), ইয়াশ ঢুল (অধিনায়ক, ভারত), টম প্রেস্ট (ইংল্যান্ড), দুনিথ ওয়েলেলাগে (শ্রীলঙ্কা), রাজ বাওয়া (ভারত), ভিকি ওস্তাওয়াল (ভারত), রিপন মণ্ডল (বাংলাদেশ), আওয়াইস আলী (পাকিস্তান) ও জশ বয়ডেন (ইংল্যান্ড)।