যেভাবেই হোক সাদিওকে দলে চায় সেনেগাল
গত ৮ নভেম্বর রাতে পায়ে চোট পান সেনেগাল স্ট্রাইকার সাদিও মানে। বুন্দেসলিগায় ব্রেমেনের বিপক্ষে ম্যাচে ২০ মিনেটের মধ্যে তিনি আঘাত পান। তাতে শঙ্কা ছিল কাতার বিশ্বকাপে খেলা হবে না এ স্ট্রাইকারের।
তবে, গুরুতর চোটে পড়লেও সেনেগাল ফেডারেশন বা বায়ার্ন মিউনিখ কেউই আনুষ্ঠানিকভাবে সাদিওকে স্কোয়াড থেকে বাদ দেয়নি। এমনকি বিশ্বকাপে ২৬ জনের স্কোয়াডে তিনি থাকবেন বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে মার্কা জানিয়েছে।
সেনেগাল থেকে ফিফা মহাসচিব ফাতমা সামৌরা বলেছেন, ‘আমরা জাদুকরী ডাক্তারদের ব্যবহার করে সাদিও মানেকে সুস্থ করতে চাই। যেভাবেই হোক মানের সুস্থতা সেনেগাল ফুটবল দলের জন্য খুব দরকার। আশা করি, একটি অলৌকিক ঘটনা ঘটবে। মানে সুস্থ হয়ে উঠবেন এবং কাতার বিশ্বকাপে থাকবেন।’
চোটে পড়ার পর ডাক্তারি পরীক্ষা করে জানানো হয়েছিল, অন্তত কয়েক সপ্তাহ স্ট্রাইকার মানেকে মাঠের বাইরে থাকতে হবে। এমন খবরে সেনেগাল কোচ আলিউ সিসে বড় ধাক্কা খেয়েছিলেন। তবে সাদিও দলে ফিরলে কিছুটা চিন্তামুক্ত থাকবেন সিসে। দলের সবচেয়ে বড় তারকা না থাকলে শক্তির বিচারে পিছিয়ে থাকতে হবে লায়ন্স অব তেরাঙ্গার।
কাতার বিশ্বকাপে ‘এ’ গ্রুপে আগামী ২১ নভেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে সেনেগাল। গ্রুপের অন্য দল স্বাগতিক কাতার (২৫ নভেম্বর) ও ইকুয়েডরের (২৯ নভেম্বর) বিপক্ষে খেলবে আলিউ সিসের শিষ্যরা।