যেভাবে লেভান্দোস্কিকে দলে নেওয়ার চেষ্টা করছে বার্সেলোনা
এই গ্রীষ্মে বার্সেলোনার প্রধান লক্ষ্য রবার্ট লেভান্দোস্কি। বায়ার্ন মিউনিখের এই তারকাকে দলে নিতে উঠে পড়ে লেগেছে তারা। তিনি এমন একজন খেলোয়াড়, যাকে গোলমেশিন বললে ভুল বলা হবে না। কিন্তু তাঁকে দলে নেওয়া কঠিন হবে।
অবশ্য বার্সেলোনা দীর্ঘদিন ধরে চেষ্টা করছে লেভান্দোস্কিকে দলে নিতে। জোয়ান লাপোর্তা ও খেলোয়াড়ের এজেন্ট পিনি জাহাভির মধ্যে নাকি আলোচনা চলছে। বার্সেলোনা সভাপতি তাঁকে দলেও নেওয়ার আগ্রহের কথা বলেছিলেন। যদিও ক্লাবটির অর্থনৈতিক পরিস্থিতি খুব একটা ভালো নয়। তারপরও পোলিশ ফুটবলারকে দলে নিতে আগ্রহী তারা।
বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন করতে রাজি নন লেভান্দোস্কি। যারা তাঁকে আরও দুই বছরের প্রস্তাব দিয়েছে। তিনি বায়ার্নকে জানিয়ে দেন, চুক্তির মেয়াদ বাড়াতে চান না। অবশ্য তাঁর চুক্তির মেয়াদ এখনও এক বছর বাকি।
এদিকে বার্সেলোনার এখন তহবিলের খোঁজে। ক্লাবের অর্থনৈতিক সমস্যা কাটাতে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছেন কর্মকর্তারা। ক্লাবের টেলিভিশন স্বত্ত্বের কিছু অংশ হস্তান্তরের জন্য লা লিগা ও সিভিসির সঙ্গে চুক্তি হচ্ছে। এই চুক্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্রাপ্ত অর্থের একটি অংশ, আনুমানিক ৪০ মিলিয়ন ইউরো পেতে পারে তারা। এই টাকা পেলে তারা লেভান্দোস্কিকে দলে নিতে পারে।
ইতিমধ্যেই ফিলিপ কুতিনহোকে বিক্রি করার পদক্ষেপ নিয়েছে তারা। বার্সেলোনা যদি লেভান্দোস্কিকে নেওয়ার জন্য পর্যাপ্ত অর্থ সংগ্রহ করতে পারে, তবেই বায়ার্নের সঙ্গে ট্রান্সফার ফি নিয়ে আলোচনা করবে তারা। অবশ্য কাজটি সহজ হবে না।
এমন বাজারে খুব কম সেন্টার ফরোয়ার্ড পাওয়া যায়, জার্মান ক্লাব তাঁকে ছেড়ে দেওয়ার জন্য প্রচুর অর্থ চাইবে। অথবা তারা দরকষাকষিও করবে। এই স্ট্রাইকারকে এক বছরের জন্য রাখতে চাইবে।
বার্সেলোনা তাঁকে দলে নেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে। তবে এখনও অনেক পথ যেতে হবে তাদের।