যেভাবে হবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই প্রক্রিয়া
আইসিসির সবশেষ বোর্ড মিটিংয়ে চূড়ান্ত হয়ে গেল ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই প্রক্রিয়া। দুই বছর পর হতে যাওয়া এ আসরে অংশ নেবে ২০টি দল। যার মধ্যে ১২টি দল জায়গা পাবে সরাসরি।
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র মিলিয়ে অনুষ্ঠিত হবে ২০২৪ সালের বিশ্বকাপ। যেখানে প্রথমে ১৬টি দল অংশ নেওয়ার কথা থাকলেও পরে সেটা ২০ করে নেওয়ার ঘোষণা দেয় আইসিসি। এবার বোর্ড সভা শেষে জানাল, কেমন হবে ২০২৪ সালের বিশ্বকাপের বাছাইয়ের প্রক্রিয়া।
চলতি বছরের অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ আট দল সরাসরি খেলবে ২০২৪ আসরে। তাদের সঙ্গে স্বাগতিক দেশ হিসেবে সরাসরি অংশ নেবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র।
আর, আগামী ১৪ নভেম্বরের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাকি দুই দল সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ যদি সেরা আটে থাকে তাহলে তিনটি দল সুযোগ পাবে।
২০২৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল বাছাইয়ের প্রক্রিয়াও জানিয়েছে আইসিসি। যেখানে ১০ দলের টুর্নামেন্টে আটটি দল সরাসরি খেলবে। এর মধ্যে ছয় দল নির্ধারণ করা হবে ২০২৩ আসরের দুই গ্রুপ থেকে। বাকি দুই দল নেওয়া হবে টি-টোয়েন্টি র্যাঙ্কিং বিবেচনায়।