যে কারণে চেলসিকে হারিয়েও হতাশ রিয়াল
চ্যাম্পিয়ন্স লিগ মানেই রিয়াল মাদ্রিদের আধিপত্য। তার ওপর ঘরের মাঠে রিয়াল কতটা শক্তিশালী সেটা সবার জানা। গেল রাতে আরেকবার দেখা গেল তা। সান্তিয়াগো বার্নাব্যুতে প্রতিপক্ষ চেলসিকে পাত্তাই দেয়নি কার্লো আনচেলত্তির দল।
কিন্তু জিতেও স্বস্তি নেই রিয়াল শিবিরে। তাদের পোড়াচ্ছে বেশি গোল করতে না পারার আক্ষেপ। ম্যাচ শেষে আক্ষেপের কথা ভেসে উঠল গোলকিবার থিবো কোর্তোয়ার মুখে।
কোর্তোয়া বলেছেন, ‘আমরা যখন বড় ম্যাচ খেলি তখন খেলা শেষে প্রায়ই মনে যে, এটা করা দরকার ছিল বা ওটা করতে পারতাম কিংবা লড়াই এখানে শেষ করে দেওয়া দরকার ছিল। এমন খামতিগুলো চোখে পড়ে। এই ম্যাচে ২-০ আমাদের জন্য ভালো ফল। তবে আমরা হতাশ যে তৃতীয় বা চতুর্থ গোলটি করতে পারিনি। পরের সপ্তাহে (দ্বিতীয় লেগে) যখন মাঠে নামব, আশা করি আজকে আরেকটি গোল বেশি করতে না পারার আক্ষেপ করতে হবে না আমাদের।’
নিজেদের মাঠে বুধবার (১২ এপ্রিল) দিবাগত রাতে কোয়ার্টার ফাইনেলের প্রথম লেগে চেলসিকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দলের জয়ের ম্যাচে গোল করে নায়ক করিম বেনজেমা ও মার্কো অ্যাসেনসিও।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে মাঠে নামার আগেও সময়টা ভালো যাচ্ছিল না ২০২০/২১ মৌসুমের চ্যাম্পিয়ন চেলসির। ইংলিশ প্রিমিয়ার লিগে তাদের অবস্থান ১১ তম। সর্বশেষ ম্যাচে উলভারহ্যাম্পটনের কাছে হেরেছে ১-০ গোলে। সেই পারফরম্যান্স চ্যাম্পিয়ন্স লিগেও টেনে আনল চেলসি। তাতেই বাজিমাত রিয়ালের। সহজেই বড় ম্যাচ হাতের মুঠোয় নিয়ে নেয় কার্লো আনচেলত্তির শিষ্যরা।
আগামী মঙ্গলবার ফিরতি লেগে চেলসির ঘরের মাঠে খেলবে রিয়াল। ওই ম্যাচে ব্যবধান ধরে রাখতে পারলেই শেষ চারের টিকেট পাবে কার্লো আনচেলত্তির দল।