যে রেকর্ড এখন শুধু রিয়াল কোচের
ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে চারটি জয়ের স্বাদ আগেই পেয়েছিলেন কার্লো আনচেলত্তি। বাকি ছিল শুধু লা লিগার শিরোপা। এবার সেই স্বাদও পেয়ে গেলেন রিয়াল মাদ্রিদ কোচ। কোচ হিসেবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগ জয়ের রেকর্ড এখন শুধু মাত্র এই ইতালিয়ান কোচের।
গতকাল শনিবার রাতে এস্পানিওলের বিপক্ষে জিতে লা লিগার শিরোপা নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লিগটিতে রিয়ালের রেকর্ড ৩৫তম শিরোপা এটি। এ ছাড়া দলটির কোচ কার্লো আনচেলত্তিও প্রথম কোচ হিসেবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সবগুলোর চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেলেন।
২০০৪ সালে এসি মিলানকে সিরি আ জেতান আনচেলত্তি। এরপর চেলসিকে জেতান ইংলিশ প্রিমিয়ার লিগ। তৃতীয় শিরোপা জেতেন ফরাসি লিগে। পিএসজিকে জেতান লিগ ওয়ানের শিরোপা ২০১৩ সালে। এরপর জার্মানিতেও সাফল্য পান। ২০১৬-১৭ মৌসুমে বায়ার্ন মিউনিখের সঙ্গে বুন্দেসলিগায় পান চতুর্থ শিরোপার স্বাদ। এবার রিয়াল মাদ্রিদের হয়ে জিতলেন লা লিগার শিরোপা। এ ছাড়া ২৫ বছরেরও বেশি সময়ের কোচিং ক্যারিয়ারে সব মিলিয়ে ২২ ট্রফি জিতলেন আনচেলত্তি।
গতকাল শনিবার রাতে শিরোপা জিততে এস্পানিওলের বিপক্ষে স্রেফ ড্র করলেই শিরোপা নিশ্চিত হতো রিয়ালের। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল শুধু নিয়ে সন্তুষ্ট নয় বরং তুলে নিয়ে বিশাল জয়। বড় জয়ে শিরোপার উৎসবে ভাসল এবারের চ্যাম্পিয়নরা।
লা লিগার ম্যাচে গতকাল রাতে এস্পানিওলকে ৪-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এটি রিয়াল মাদ্রিদের রেকর্ড ৩৫তম লা লিগা শিরোপা। আর অধিনায়ক হিসেবে মার্সেলোর প্রথম শিরোপা। ম্যাচ শেষে দেবীর উপর পতাকা এবং স্কার্ফ রাখার দায়িত্ব পালন করেন মার্সেলো। যেটা আগে করতেন সাবেক অধিনায়ক রামোস। যিনি এখন আছেন পিএসজিতে।