যে ৩২ ক্লাব নিয়ে হবে এবারের চ্যাম্পিয়নস লিগ
আগামী মাস থেকেই শুরু হবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আগামী ২০২২-২৩ মৌসুম। এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে এবারের আসরে অংশ নিতে যাওয়া ৩২টি ক্লাবের নাম। এই ৩২টি ক্লাবটিই এবার লড়বে ইউরোপসেরা প্রতিযোগীতায়।
আজ বৃহস্পতিবার রাতে তুরস্কের ইস্তানবুলে হ্যালিক কংগ্রেস সেন্টারে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র। সেই সঙ্গে ঘোষণা করা হবে উয়েফার বর্ষসেরা খেলোয়াড়, বর্ষসেরা পুরুষ কোচ, বর্ষসেরা নারী খেলোয়াড় ও বর্ষসেরা নারী কোচের নাম। তার আগে দেখে নেওয়া যাক কোন ৩২ দল অংশ নিচ্ছে এবারের চ্যাম্পিয়নস লিগে।
চ্যাম্পিয়ন্স লিগের ৩২ দল:
পট ১:
রিয়াল মাদ্রিদ
আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট
ম্যানচেস্টার সিটি
এসি মিলান
বায়ার্ন মিউনিখ
পিএসজি
এফসি পোর্তো
আয়াক্স আমস্টারডাম
পট ২:
লিভারপুল
চেলসি
বার্সেলোনা
জুভেন্টাস
অ্যাথলেটিকো মাদ্রিদ
সেভিয়া
আরবি লাইপজিগ
টটেনহ্যাম হটস্পার
পট ৩:
বরুশিয়া ডর্টমুন্ড
রেড বুল সালজবুর্গ
শাখতার দোনেস্ক
ইন্টার মিলান
নাপোলি
বেনফিকা
স্পোর্টিং লিসবন
বেয়ার লেভারকুসেন
পট ৪:
অলিম্পিক মার্সেই
ক্লাব ব্রুগে
সেলটিক
ভিক্টোরিয়া প্লাজেন
ম্যাকাবি হাইফা
রেঞ্জার্স
দিনামো জাগরেব
এফসি কোপেনহেগেন।