যৌন নিপীড়নের অভিযোগ, ফরাসি ফুটবলারের বিচার চলছে
ম্যানচেস্টার সিটি এবং ফ্রান্সের ফুটবলার বেঞ্জামিন মেন্ডি সাতজন নারীকে ধর্ষণ ও লাঞ্ছনার অভিযোগে বিচারের মুখোমুখি হয়েছেন। দোষী সাব্যস্ত হলে তাঁর ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে।
এএফপির খবরে জানা গেছে, উত্তর-পশ্চিম ইংল্যান্ডের ম্যাকলফিল্ডের কাছে প্রেস্টবারিতে মেন্ডির বাড়িতে নাকি এই ঘটনা ঘটেছিল।
মেন্ডির সহযোগী ছিলেন আবাদী লুই সাহা ম্যাটুরি। তিনিও বিচারের মুখোমুখি হচ্ছেন। অবশ্য তিনি দোষী নয় বলে জানিছেন।
দুজনেই জামিনে রয়েছেন। মেন্ডি তাঁর পাসপোর্ট আত্মসমর্পণ করেছেন। গত বছর আগস্টে গ্রেপ্তারের পর তাঁকে প্রাথমিকভাবে লিভারপুলের অল্টকোর্স কারাগারে এবং তারপরে ম্যানচেস্টারের একটি কারাগারে রাখা হয়েছিল। এ বছর জানুয়ারিতে জামিনে মুক্ত পান তিনি।
ট্রায়াল ছয় সপ্তাহ পর্যন্ত বলে ধারণা করা হচ্ছে। এদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা রায়ান গিগস তাঁর সাবেক বান্ধবীকে আক্রমণ এবং নিয়ন্ত্রণ করার অভিযোগে বিচারের মুখোমুখি হয়েছেন।
মেন্ডি ২০১৭ সালে ফ্রেঞ্চ দল মোনাকো থেকে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেন্টার সিটিতে যোগ দেন। তিনি ক্লাবটির হয়ে ৭৫ ম্যাচ খেলেছেন। গত বছর আগস্টে এই অভিযোগের পর সিটি তাঁকে বরখাস্ত করে।
ফ্রান্সের হয়ে মেন্ডির ১০টি ম্যাচ খেলেছেন। ২০১৯ সালের নভেম্বরে শেষ ম্যাচে খেলেছিলেন। ২০১৮ সালে বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন।