রনি তালুকদারের ব্যাটে জিতল প্রাইম ব্যাংক
সতীর্থদের ব্যর্থতার দিনে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন রনি তালুকদার। হাফসেঞ্চুরিতে দলকে লড়াইয়ের পুঁজি এনে দিলেন তিনি। ডানহাতি ব্যাটসম্যানের ইনিংসে ভর করে ওল্ড ডিওএইচএসকে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
আজ সোমবার ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির ৫০তম ম্যাচে ওল্ড ডিওএইচএসকে ২২ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক। ৫৪ রান করে ম্যাচ সেরা হয়েছেন রনি তালুকদারই।
এই নিয়ে লিগে নিজেদের সপ্তম জয় পেল প্রাইম ব্যাংক। ৯ ম্যাচে সাত জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা। অন্যদিকে ষষ্ঠবারের মতো হারের মুখ দেখল প্রাইম ব্যাংক।
এদিন ব্যাট বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৪৭ রান করে প্রাইম ব্যাংক। ৩৯ বল খেলে ৫৪ রান করেন রনি। ২৮ বলে ২৫ রান করেন তামিম ইকবাল। ১৫ রান করেন অধিনায়ক এনামুল হক বিজয়। ১২ বলে ১৬ রান করেন মোহাম্মদ মিঠুন।
রান তাড়া করতে নেমে ১২৫ রানে থেমে যায় ওল্ড ডিওএইচএস। ব্যাট হাতে ওল্ড ডিওএইচএসের কেউই তেমন উজ্জ্বল ছিলেন না। সর্বোচ্চ ২৬ রান আসে মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে। ২১ রান করেন রায়হান রহমান।
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম ব্যাংক : ২০ ওভারে ১৪৭/৭ (তামিম ২৫, রনি ৫৪, এনামুল ১৫, মিঠুন ১৬, অমিত ৬, নাহিদুল ৯*, কাপালি ১২, মনির ১; শিমুল ৩-০-২৫-০, আল ইসলাম ৩-০-১৯-০, রাকিবুল ৪-০-১৪-২, মোহাইমিনুল ১-০-৮-১, রায়ান ১-০-১০-০, আসাদুজ্জামান ৪-০-৩৮-২, আনিসুল ৪-০-৩১-১)।
ওল্ড ডিওএইচএস: ২০ ওভারে ১২৫ (আনিসুল ১২, রাকিন ৯, মাহমুদুল ২৬, রায়ান ২১, মোহাইমিনুল ০, রাকিব ৫, প্রিতম ১৯, আল ইসলাম ৬, রাকিবুল ১৩, হামিদুল ৮*, আসাদুজ্জামান ৪; মনির ৪-০-১৭-২, শরিফুল ৪-০-২৩-৩, রুবেল ২.৪-০-২২-১, নাঈম ২.২-০-২৯-০, কাপালি ৪-০-২৯-২, নাহিদুল ৩-০-২৪-২)।
ফল : প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ২২ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : রনি তালুকদার।