রাজপথে সাধারণ মানুষের সঙ্গে জয়সুরিয়া
ব্যাপক জনবিক্ষোভের মুখে সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও শ্রীলঙ্কার রাজনৈতিক অস্থিরতা কমেনি। রাজপথ ছাড়েনি সাধারণ মানুষ। রাজপথে থাকা মানুষদের সঙ্গে আন্দোলনে যোগ দিয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ও বিশ্বকাপজয়ী খেলোয়াড় সনাথ জয়সুরিয়া।
রাজপথে অবস্থান করা মানুষদের সঙ্গে ছবিও তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন জয়সুরিয়া। টুইটারে তিনি লিখেছেন, ‘শ্রীলঙ্কার জনগণের সঙ্গে ছিলাম ও আছি। দ্রুতই জয় উদযাপন করব। তবে এই জয় পালিত হবে কোনো হিংসা ছাড়াই।’
গত মে মাসে চরম অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কটে পড়ে শ্রীলঙ্কা। চরম এই অবস্থায় খাদ্য, জ্বালানি ও ওষুধের চরম সংকট দেখা দেয়। তাই সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়ে।
সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে পর গত বুধবার থেকে দেশটিতে কারফিউ জারি হয়েছে। আজ প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।