রাজস্থানের হারের দিনে উজ্জ্বল মুস্তাফিজ
বল হাতে দারুণ পারফর্ম করেও রাজস্থান রয়্যালসকে উদ্ধার করতে পারলেন না মুস্তাফিজুর রহমান। রয়্যালসের দামি বোলার ক্রিস মরিসের খরুচে বোলিংয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হার নিয়ে মাঠ ছাড়ল রাজস্থান।
আইপিএলে বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৭ উইকেটে হারে রাজস্থান রয়্যালস। টানা তিন হারে প্লে-অফে খেলার পথও কঠিন হয়ে গেল রাজস্থানের। আট পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে তাদের অবস্থান। অন্যদিকে, ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয়তে আছে বেঙ্গালুরু। ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ধোনির চেন্নাই সুপার কিংস।
বল হাতে ৩ ওভার বোলিং করে দুটি উইকেট নিয়েছেন মুস্তাফিজ। নিজের প্রথম ওভারে দুই বাউন্ডারি দিয়ে মোটে ১০ রান খরচ করেছেন তিনি। পরের দুই ওভারে বাকি ১০ রান দিয়ে তুলে নেন দুই উইকেট। তিন ওভার বোলিং করে রাজস্থানের হয়ে ওভারপ্রতি তার চেয়ে কম রান দেন কেবল আরেক বাঁহাতি পেসার চেতন সাকারিয়া।
সবচেয়ে খরুচে বোলিং করেন মরিস। চার ওভারে ৫০ রান দেন তিনি। বিনিময়ে ছিলেন উইকেটশূন্য। দলের হয়ে শুধু বাংলাদেশি তারকা মুস্তাফিজই উইকেটের খাতা খুলতে পেরেছিলেন। বাকিরা সবাই ছিলেন মলিন।
এদিন আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৪৯ রান সংগ্রহ করে রাজস্থান। এভিন লুইস ৩৭ বলে ৫৮ ও যাশাসবি জয়সওয়াল ২২ বলে করেন ৩১ রান। বিপরীতে তাড়া করতে নেমে ১৭ বল হাতে রেখে জয় তুলে নেয় বিরাট কোহলির দল। দলের হয়ে ঝড় চালান গ্লেন ম্যাক্সওয়েল। ৩০ বলে ৬ চার ও এক ছক্কায় ৫০ রানে অপরাজিত থাকেন তিনি।